ইউরোর পরেই বিদায় ইব্রাহিমোভিচের
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন থেকে রাজার মতোই বিদায় নিয়েছেন জ্লাতান ইব্রাহিমোভিচ। টানা চার মৌসুমে জিতেছেন চারটি ফরাসি লিগ শিরোপা। আগামী মৌসুমে ইংল্যান্ডের সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমাবেন কি না, তা নিয়ে চলছে জোর গুঞ্জন। সে ব্যাপারে এখনো মুখ না খুললেও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন ইব্রাহিমোভিচ। ইউরো কাপের এবারের আসরেই তিনি খেলবেন সুইডেনের জার্সি গায়ে শেষ ম্যাচ।
ইউরো কাপের এবারের আসরে শুরুটা অবশ্য ভালো হয়নি ইব্রাহিমোভিচের সুইডেনের। একটি ড্র ও একটি ম্যাচে হারের পর গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কায় আছে সুইডিশরা। শেষ ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে জিততে না পারলে হতাশাজনকভাবে শেষ হবে সুইডেনের ইউরো মিশন। এটাই হয়ে থাকবে ইব্রার শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে তেমনটা যেন না হয়, সেই প্রত্যাশাই করছেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। অবসরের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘ইউরোর শেষ ম্যাচটাই হবে সুইডেনের হয়ে আমার শেষ ম্যাচ। আমি অলিম্পিকে অংশ নেব না। ফলে ইউরো কাপেই আমি খেলব আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। কাজেই আশা করছি, এটা যতটা সম্ভব দীর্ঘ করতে। আশা করছি, আগামীকালের (মঙ্গলবার) ম্যাচটা আমার শেষ ম্যাচ হবে না।’
তবে গ্রুপ পর্ব থেকেই হতাশাজনকভাবে বিদায় নিতে হলেও কোনো আক্ষেপ থাকবে না বলেই জানিয়েছেন ইব্রাহিমোভিচ, ‘আমার কোনো আক্ষেপ নেই। কোনো হতাশা নেই। সুইডেনের অধিনায়কত্ব করতে পেরে আমি গর্বিত। আমার সব ভক্তকে আমি ধন্যবাদ জানাই, সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য। সুইডেনের পতাকা সব সময়ই আমার সঙ্গে থাকবে।’
ইউরো কাপে ব্যক্তিগত এক অর্জনের হাতছানিও আছে ইব্রাহিমোভিচের সামনে। একটি গোল করতে পারলেই ইউরোর চারটি আসরে গোল করার অনন্য কৃতিত্ব অর্জন করতে পারবেন সুইডেনের এই তারকা ফরোয়ার্ড।