রোনালদোর পর্তুগালের ‘অগ্নিপরীক্ষা’
কোপা আমেরিকায় গোলের রেকর্ড গড়ে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে দিয়ে লিওনেল মেসি এখন সুখের সপ্তম স্বর্গে। কিন্তু মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থা ঠিক বিপরীত। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচ খেলে ফেললেও গোলের দেখা পাননি। তার চেয়েও বড় কথা, রোনালদোর দল পর্তুগাল ইউরো থেকে ছিটকে পড়ার শঙ্কায়। আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে হাঙ্গেরিকে হারাতে না পারলে পর্তুগিজরা পরবর্তী পর্বে খেলতে পারবে কি না, তা বলা মুশকিল।
‘এফ’ গ্রুপে চার দলের দুটো করে ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হাঙ্গেরি। পর্তুগাল ও আইসল্যান্ড দু দলেরই সংগ্রহ দুই পয়েন্ট করে। এক পয়েন্ট নিয়ে অস্ট্রিয়ার অবস্থান সবার নিচে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ সরাসরি চলে যাবে শেষ ষোলতে। আর তৃতীয়কে থাকতে হবে অপেক্ষায়।
রোনালদো কি দলকে অপেক্ষায় রাখবেন? নাকি প্রথম ফুটবলার হিসেবে ইউরোর চারটি আসরে গোল করে পর্তুগালকে নিয়ে যাবেন শেষ ষোলতে? প্রশ্ন দুটোর উত্তর পাওয়া যাবে আজ রাতেই। পর্তুগিজদের এমন উৎকণ্ঠায় রাখার জন্য রোনালদোই অবশ্য দায়ী। অস্ট্রিয়ার বিপক্ষে তিনি পেনাল্টি মিস না করলে এখন হয়তো শেষ ষোলর প্রতিপক্ষকে নিয়ে হিসাব করতে বসতো ইউসেবিওর দেশ।
তবে যে যা-ই বলুক, অধিনায়কের ওপরে পূর্ণ আস্থা আছে ফার্নান্দো সান্তোসের। রোনালদো আজ জ্বলে উঠবেন বলেই পর্তুগাল কোচের বিশ্বাস, ‘রোনালদো জীবনে প্রচুর গোল করেছে। আমি নিশ্চিত, হাঙ্গেরির বিপক্ষে পরের ম্যাচে সে গোল করবেই।’ তবে দলের অনিশ্চিত অবস্থা নিয়ে দুশ্চিন্তা লুকিয়ে রাখতে পারেননি তিনি, ‘আমরা বেশ হতাশ। অবশ্য সব কিছু আমাদের ওপরেই নির্ভর করছে। আমরা সুন্দর না অসুন্দর ফুটবল খেললাম তা কোনো ব্যাপার নয়। জয়টাই আসল কথা।’
কোচের দুশ্চিন্তা দূর করতে পারবেন তো রোনালদো!