ফেডারেশন কাপ আবাহনীর
মৌসুম-সূচক ফুটবল টুর্নামেন্টে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে আবাহনী লিমিটেড। আজ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে ১-০ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে পাঁচ বছর পর এই আসরের শিরোপা জিতেছে তারা।
২০১১ সালে সর্বশেষ ফেডারেশন কাপের শিরোপা জিতেছিল আবাহনী। দীর্ঘদিন পর নীল-আকাশি শিবির এই আসরের শিরোপা জিতল।
ম্যাচের ১১ মিনিটে আবাহনীর পক্ষে জয়সূচক গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার লি টাক। মাঝমাঠ থেকে মিডফিল্ডার নাবিব নেওয়াজ জীবনের থ্রু-পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে লি টাক জালে জড়ান বল। আরামবাগ গোলরক্ষক মিতুল হাসান শত চেষ্টা করেও গোলটি রুখতে পারেননি।
পরবর্তী সময়ে অনেক আক্রমণ রচনা করেও আর কোনো গোল আদায় করতে পারেনি আবাহনী। তেমনি আরামবাগও কোনো সাফল্য আদায় করতে পারেনি। তাই হেরে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
অবশ্য আবাহনীর জয়ের ব্যবধান আরো বড় হতে পারত। বিশেষ করে ম্যাচের শুরুতে দারুণ দুটি আক্রমণ থেকে গোল করতে পারেনি তারা।
ম্যাচের ষষ্ঠ মিনিটে আবাহনীর নাইজেরীয় ফরোয়ার্ড সানডে সিজোবা বক্সে ঢুকে দারুণ শট, আরামবাগ গোলরক্ষক কোনোমতে রক্ষা না করলে শুরুতেই এগিয়ে যেতে পারত আবাহনী।
পরের মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করে তারা। ইংলিশ মিডফিল্ডার লি টাকের দুর্দান্ত ফ্রি-কিক ফরোয়ার্ড জুয়েল রানার হেড একেবারে জালে জড়ানোর আগ মুহূর্তে আরামবাগের এক ডিফেন্ডার বিপদমুক্ত করেন।
ম্যাচের ৫০ মিনিটে আরামবাগও দারুণ একটি সুযোগ নষ্ট করে। আরামবাগের তরুণ ফরোয়ার্ড জাফর ইকবাল আবাহনীর বক্সে ঢুকে জোরালো শট নেন, আবাহনী গোলরক্ষক শহিদুল আলম সোহেল কোনোমতে রক্ষা না করলে গোল হতেও পারত।