মেসিকে ফিরতে বলছেন রোনালদো
হঠাৎ করেই লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তে নিজেদের বঞ্চিতই মনে করছেন আর্জেন্টিনার সমর্থকরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে অনেকেই বার্তা পাঠাচ্ছেন মেসির কাছে। সে তালিকায় এবার যোগ হয়েছে রোনালদোর নাম। ইনি অবশ্য মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো নন। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ‘ফেনোমেনন’ রোনালদো।
টানা তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি মেসি। চিলির বিপক্ষে ফাইনালের টাইব্রেকারে নিজেও ব্যর্থ হয়েছিলেন পেনাল্টি থেকে গোল করতে। সেই হতাশা থেকে হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিয়েছেন আর্জেন্টাইন এই তারকা। কিন্তু পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে আর কখনোই জাতীয় দলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে না—এটা যেন মানতেই পারছেন না অনেকে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড রোনালদো তো নিজেকে বঞ্চিতই মনে করছেন। সম্প্রতি চীনের বার্তা সংস্থা শিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এটা মেসির খুবই ব্যক্তিগত একটা সিদ্ধান্ত। আর আমাদের সেটাকে সম্মান করতে হবে। কিন্তু আমরা সবাই নিজেদের বঞ্চিত বলে মনে করছি। আশা করছি, তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন।’
খেলোয়াড়ি জীবনে রোনালদো নিজেও পড়েছিলেন মেসির মতো পরিস্থিতিতে। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে গিয়েও হতাশ হতে হয়েছিল ব্রাজিলের এই কিংবদন্তি ফুটবলারকে। ১৯৯৫ সালের কোপা আমেরিকার ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি। পরে অবশ্য দুটি আক্ষেপই ঘুচিয়েছিলেন রোনালদো। ১৯৯৭ ও ১৯৯৯ সালে জিতেছিলেন কোপা আমেরিকা। আর ২০০২ সালে জিতেছিলেন বিশ্বকাপ শিরোপা।