ম্যানইউতে আসছেন ইব্রাহিমোভিচ
গুঞ্জনটা অনেক দিন ধরেই ছিল ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও দিয়ে দিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ এই তারকার নতুন ঠিকানা হতে যাচ্ছে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমেই ম্যানইউর জার্সি গায়ে মাঠে দেখা যাবে ৩৪ বছর বয়সী ইব্রাকে।
কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর থেকেই বেশ দুরবস্থার মধ্যে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত তিনটি মৌসুমে দুবার কোচ পরিবর্তন করেও কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পায়নি ইংল্যান্ডের সবচেয়ে ধনী এই ক্লাব। এবার হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই তারা ঝুঁকেছে ইব্রাহিমোভিচের দিকে।
ক্লাব ফুটবলে যেখানে গেছেন, সেখানেই সাফল্য পেয়েছেন সুইডিশ এই তারকা। ২০০১ সালে নেদারল্যান্ডসের ক্লাব অ্যাজাক্সে যোগ দিয়ে চারটি মৌসুম খেলে জিতেছেন দুটি লিগ শিরোপা। জুভেন্টাস, ইন্টার মিলান ও এসি মিলানের জার্সি গায়ে জিতেছেন ইতালিয়ান লিগ শিরোপা। এক মৌসুমের জন্য বার্সেলোনায় খেলেও পেয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। ২০০৯-১০ মৌসুমে জিতেছেন লা লিগা ও ক্লাব বিশ্বকাপ শিরোপা। তবে সবচেয়ে সফল সময় তিনি কাটিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে। টানা চার মৌসুমেই জিতেছেন চারটি ফরাসি লিগ শিরোপা। এবার ম্যানচেস্টার ইউনাইটেডেও তিনি সফল হতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।
ম্যানচেস্টার ইউনাইটেডে ইব্রাহিমোভিচ জুটি বাঁধবেন কোচ হোসে মরিনিয়োর সঙ্গে। ২০০৮-০৯ মৌসুমে তাঁরা দুজনেই একসঙ্গে ছিলেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেবার ইতালিয়ান লিগ শিরোপাও উঠেছিল ইন্টারের ট্রফি কেসে।