ওয়েলসের ইতিহাস
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরোতে এবারই প্রথম খেলতে এসেছে ওয়েলস। আর প্রথমবারেই তারা ইতিহাসের পাতায়। শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে ওয়েলস ৩-১ গোলে হারিয়ে দিয়েছে বেলজিয়ামকে। আগামী বুধবার সেমিফাইনালে ওয়েলসের প্রতিপক্ষ পর্তুগাল। মানে শেষ চারে দুই রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের লড়াই!
ফ্রান্সের লিলায় শেষ পর্যন্ত সহজ জয় পেলেও শুরুতে পিছিয়ে পড়েছিল ওয়েলস। ১৩ মিনিটে রাদিয়া নাইনগোলানের দূরপাল্লার জোরালো শটে এগিয়ে গেছে বেলজিয়াম।
তবে ৩০ মিনিটেই সমতা ফিরে এসেছে ম্যাচে। অ্যারন রামসের কর্নার থেকে চমৎকার হেডে ওয়েলসকে সমতায় ফেরানোর কৃতিত্ব অধিনায়ক অ্যাশলি উইলিয়ামসের। এই গোলের পেছনে বেলজিয়ানদের ডিফেন্সের দুর্বলতাও কম দায়ী নয়। কারণ হেড করার সময় একদম ‘আনমার্কড’ ছিলেন উইলিয়ামস।
১-১ সমতায় প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের দশম মিনিটে এগিয়ে গেছে ওয়েলস। এই গোলেরও রূপকার রামসে। বাঁ দিক থেকে আসা রামসের দুর্দান্ত ক্রস ঠাণ্ডা মাথায় জালে পাঠিয়ে স্কোরলাইন ২-১ করেছেন হাল রবসন কানু।
পিছিয়ে পড়ার পর বেলজিয়াম ম্যাচে ফেরার অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। উল্টো ৮৫ মিনিটে স্যাম ভোকসের লক্ষ্যভেদ জয় নিশ্চিত করে দিয়েছে ওয়েলসের।