মার্টিনোও বিদায় বললেন আর্জেন্টিনাকে
ক্রমেই ঘনীভূত হচ্ছে আর্জেন্টাইন ফুটবল অঙ্গনের সংকট। টানা তিনটি বড় প্রতিযোগিতার ফাইনালে হারের হতাশা থেকে হঠাৎ করেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তা নিয়েই তোলপাড় চলছিল ফুটবলবিশ্বে। এরই মধ্যে কোচের পদ থেকেও সরে দাঁড়িয়েছেন জেরার্দো মার্টিনো।
মেসির মতো শিরোপা জিততে না পারার হতাশা থেকে অবশ্য বিদায় বলেননি মার্টিনো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অসহযোগিতার কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন বার্সেলোনার সাবেক এই কোচ।
২০১৪ সালের বিশ্বকাপের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব নিয়েছিলেন মার্টিনো। এরপর আর্জেন্টিনা টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে উঠেছিল তাঁর তত্ত্বাবধানে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া রিও অলিম্পিকেও আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করার কথা ছিল মার্টিনোর। কিন্তু অলিম্পিকের দল বাছাই করতে গিয়ে বেশ বিপাকেই পড়তে হয়েছে তাঁকে। ১৮ সদস্যের দল নির্বাচন করতে গিয়ে মার্টিনো পেয়েছেন মাত্র ১২ জন খেলোয়াড়কে। রিভার প্লেট, বোকা জুনিয়র্সের মতো আর্জেন্টিনার শীর্ষ ক্লাবগুলো রাজি হয়নি তাদের ফুটবলারদের ছাড়তে। এই সংকটের জন্য আর্জেন্টাইন ফুটবলের কর্তাব্যক্তিদের সিদ্ধান্তহীনতাকেই দায়ী করেছেন মার্টিনো।
আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবল অ্যাসোসিয়েশনের কাছ থেকে গত ছয় মাসের বেতনও পাননি মার্টিনো। টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে হারের জন্যও তাঁকে পড়তে হয়েছে তীব্র সমালোচনার মুখে। এসব কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এই আর্জেন্টাইন কোচ।