রোনালদোর গোলে ফাইনালে পর্তুগাল
ইউরো কাপের শুরুতে কিছুটা চাপের মুখেই ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খুব বেশি জ্বলে উঠতে পারেননি। মেজাজ হারিয়ে সাংবাদিকের মাইক্রোফোন ছুড়ে ফেলেছিলেন পানিতে। তবে বড় মঞ্চে ঠিকই জ্বলে উঠেছেন পর্তুগিজ এই তারকা। ওয়েলসের বিপক্ষে সেমিফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে নিয়ে গেছেন ফাইনালে। পর্তুগালের ২-০ গোলের জয়ে রোনালদো নিজে করেছেন একটি গোল। তাঁর পাস থেকে বল পেয়েই ম্যাচের অপর গোলটি করেছেন নানি।
আক্রমণ-পাল্টা আক্রমণ দিয়ে জমজমাট একটা প্রধমার্থই উপহার দিয়েছিলেন পর্তুগাল ও ওয়েলসের ফুটবলাররা। তবে কোনো দলই পায়নি গোলের দেখা। দ্বিতীয়ার্ধে ৫০ মিনিটের মাথায় ম্যাচের প্রথম গোলটি এসেছে রোনালদোর দুর্দান্ত এক হেড থেকে। রাফায়েল গুয়েরিরোর ক্রস থেকে হেড করে ওয়েলসের জালে বল জড়িয়ে দিয়েছেন রোনালদো। তিন মিনিট পরে ম্যাচের দ্বিতীয় গোলটির পেছনেও ছিল রোনালদোর অবদান। পেনাল্টি বক্সের বাইরে থেকে ডিফেন্সচেরা পাস বাড়িয়েছিলেন নানিকে লক্ষ্য করে। বলটা জালে জড়ানোর জন্য শুধু বলে পা ছোঁয়াতে হয়েছে নানিকে।
প্রথমবারের মতো ইউরো কাপে অংশ নিয়েই সেমিফাইনালে চলে এসেছিল গ্যারেথ বেলের নেতৃত্বাধীন ওয়েলস। তবে রোনালদোর দারুণ নৈপুণ্যের কারণে শেষ চারের লড়াই থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে ২০০৪ সালের পর আবারও ইউরো কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে পর্তুগাল।
সেমিফাইনালে একটি গোল করে রোনালদো ছুঁয়ে ফেলেছেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনিকে। ৯টি গোল নিয়ে এত দিন ইউরো কাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি এককভাবেই ছিল প্লাতিনির দখলে। এবার সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন রোনালদো।