জ্যামাইকার অলিম্পিক দলে উসাইন বোল্ট?
বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টের চোখ বুজে জ্যামাইকার অলিম্পিক দলে সুযোগ পাওয়ার কথা। এতে বিস্মিত হওয়ার কিছু নেই। কিন্তু এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কারণ বোল্ট নিজেই। গত সপ্তাহে জ্যামাইকান চ্যাম্পিয়নশিপের মাঝপথ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তখন থেকেই অ্যাথলেটিকস বিশ্বে সংশয়, আগামী মাসে রিও অলিম্পিকে বোল্টকে দেখা যাবে তো? জ্যামাইকার একটি পত্রিকা অবশ্য জানিয়েছে, সংশয়ের কোনো কারণ নেই। বোল্টকে নিয়েই ব্রাজিলের রিও ডি জেনেইরোর উদ্দেশে রওনা হবে জ্যামাইকা দল।
জ্যামাইকার রাজধানী কিংস্টন থেকে প্রকাশিত দ্য গ্লিনার জানিয়েছে, আগামী সোমবার জ্যামাইকা অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রকাশিতব্য অলিম্পিক খেলোয়াড়দের তালিকায় বোল্টের নামও থাকবে। জ্যামাইকা অ্যাথলেটিকস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশন (জেএএএ) ১০০ ও ২০০ মিটার দৌড়ের জন্য চারজনকে বেছে নিয়েছে। এই চারজনের অন্যতম বোল্ট।
এখানে অবশ্য একটা ‘কিন্তু’ আছে। একটি ইভেন্টে সর্বোচ্চ তিনজন দৌড়বিদকে নিতে পারবে জ্যামাইকা। আর সিদ্ধান্তটা নেওয়ার অধিকার শুধুই জেএএএ নির্বাচক কমিটির। তাই রিওতে যাওয়া হচ্ছে কি না, তা নিয়ে অপেক্ষায় ‘বজ্র বোল্ট’।
জ্যামাইকান চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার সেমিফাইনাল হিটে জেতার পর হ্যামস্ট্রিং চোটের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছিলেন বোল্ট। পরে টুইটারে বাঁ পায়ে চিকিৎসা করানোর ছবিও পোস্ট করেছিলেন তিনি।
গত দুটি অলিম্পিকে ১০০, ২০০ ও ৪X১০০ মিটার রিলের স্বর্ণজয়ী অবশ্য এ মাসেই লন্ডনে যাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, ‘প্রত্যেককে বলতে চাই, আমি ২২ জুলাই লন্ডন অ্যানিভার্সারি গেমসে অংশ নেব। লন্ডনে ফেরার সম্ভাবনায় আমি রোমাঞ্চিত। ভক্তরা আসুন আর আমাকে সমর্থন করুন।’