বোলার হাফিজকে ফিরে পেল পাকিস্তান
বাংলাদেশের হাতে ‘হোয়াইটওয়াশ’ এড়াতে মরিয়া পাকিস্তানের জন্য সুখবর। মোহাম্মদ হাফিজের বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার অর্থ, বুধবার বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল করতে পারবেন এই অলরাউন্ডার।
গত নভেম্বরে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট চলার সময় হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আইসিসির কাছে রিপোর্ট করেন ওই ম্যাচের দুই আম্পায়ার। এর পর ইংল্যান্ডের লাফবরোতে ‘বায়োমেকানিক্যাল’ পরীক্ষায় দেখা যায়, বল করার সময় হাফিজের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি বেঁকে যায়।
গত ৯ এপ্রিল ভারতের চেন্নাইয়ে আবার পরীক্ষা দেন হাফিজ। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাবেক এক নম্বর অলরাউন্ডার এ পরীক্ষায় পাস করেছেন। এখন বল করার সময় তাঁর কনুই ১৫ ডিগ্রির মধ্যেই থাকে। তাই বল করতে আর বাধা নেই হাফিজের।
প্রথম দুই ম্যাচে চার ও শূন্য রানে আউট হওয়া হাফিজ বল করার অধিকার ফিরে পেয়ে আনন্দিত ও নির্ভার। টুইটারে তিনি লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ। তাঁর কৃপায় আনুষ্ঠানিক বোলিং অ্যাকশন পরীক্ষায় আমি উতরে গেছি। আমি খুশি আর কৃতজ্ঞ। আমার পরিবারের সব সদস্য এবং যাঁরা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমাকে সাহায্য করেছেন, তাঁদের সবাইকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই।’