মেসিকে ছুঁয়ে ফেললেন রোনালদো
ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার সবচেয়ে বেশি পাঁচবার জিতেছেন লিওনেল মেসি। ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও সবচেয়ে বেশি, দুবার উঠেছিল আর্জেন্টাইন এই তারকার হাতে। কিন্তু সেই রেকর্ডে আর একক আধিপত্য থাকছে না মেসির। এ বছর তাঁকে ছুঁয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৩-১৪ মৌসুমের পর ২০১৫-১৬ মৌসুমের ইউরোপসেরার পুরস্কারও উঠেছে পর্তুগিজ এই তারকার হাতে।
ইউরোপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা যে এ বছর রোনালদোই জিতবেন, তা প্রায় নিশ্চিতই ছিল। অপেক্ষা ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণার। সেটাও হয়ে গেল গত বৃহস্পতিবার মোনাকোতে। রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেল ও আতলেতিকো মাদ্রিদের আন্তইন গ্রিজম্যানকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো রোনালদো জিতলেন ইউরোপসেরার পুরস্কার। দুজনকেই বিপুল ভোটের ব্যবধানে পেছনে ফেলেছেন রোনালদো। পর্তুগিজ এই তারকা পেয়েছেন ৪০ ভোট। আর গ্রিজম্যান ও বেল পেয়েছেন ৮ ও ৭ ভোট।
২০১৫-১৬ মৌসুমটা ছিল রোনালদোর বর্ণিল ফুটবল ক্যারিয়ারের অন্যতম সেরা মৌসুম। প্রথমে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ১৬টি গোল করে তিনিই ছিলেন চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা। এর পর জাতীয় দলের জার্সি গায়েও রোনালদো পেয়েছেন দারুণ সাফল্য। তাঁর অধিনায়কত্বেই প্রথমবারের মতো পর্তুগাল জিতেছে ইউরো কাপ শিরোপা।
২০১০-১১ মৌসুম থেকে এই পুরস্কার বিতরণ শুরু হওয়ার পর প্রতিবারই তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিলেন রোনালদো। অন্যদিকে মেসি সেরা তিন খেলোয়াড়ের তালিকায় থাকতে পারেননি ২০১৩-১৪ ও ২০১৫-১৬ মৌসুমে। তবে এই পুরস্কার জিতেছিলেন ২০১০-১১ ও ২০১৪-১৫ মৌসুমে। মেসি-রোনালদোর বাইরে এই পুরস্কার জিততে পেরেছেন শুধু আন্দ্রেস ইনিয়েস্তা (২০১১-১২) ও ফ্রাঙ্ক রিবেরি (২০১২-১৪)।