তামিমের চোট নিয়ে দুশ্চিন্তা
ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের দুই দিনের ফিটনেস পরীক্ষা বৃহস্পতিবার শেষ হয়েছে। তামিম ইকবালের চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও প্রাথমিক দলে ডাক পাওয়া বাকি ২২ জনের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভিল্লাভারায়ন সাংবাদিকদের বলেন, ‘তামিমের বাঁ হাঁটুর পুরনো ব্যথা আবার ফিরে এসেছে। তাকে আমরা পর্যবেক্ষণে রেখেছি।’ তবে এই চোটের কারণে ভারতের বিপক্ষে তামিম খেলতে পারবেন কিনা সে সম্পর্কে এখনই কিছু বলতে রাজি নন তিনি।
হাঁটুর এই চোটের কারণে বিশ্বকাপের আগে অস্ত্রোপচার করাতে হয়েছিল তামিমকে। বিশ্বকাপে তেমন সমস্যা হয়নি। কিন্তু পাকিস্তান সিরিজের সময় সেই চোট আবার সমস্যায় ফেলে দেয় তামিমকে। তবে ব্যথা নিয়েই তিনটি ওয়ানডে, একটি টি-টোয়েন্টি এবং দুই টেস্টের পুরো সিরিজ খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার।
তামিমকে নিয়ে সংশয়ে থাকলেও অন্য খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সন্তোষ প্রকাশ করে ভিল্লাভারায়ন বলেন, ‘আমি বেশ কিছুদিন ধরে বাংলাদেশ দলের সঙ্গে আছি। এই সময়ে খেলোয়াড়দের মানসিকতা এবং প্রশিক্ষণের প্রতি আগ্রহে বেশ পরিবর্তন এসেছে। তাই তাদের ফিটনেসেও অনেক উন্নতি হয়েছে। আমি তাদের ফিটনেসের অবস্থা দেখে খুশি।’
অবশ্য শুধু তামিম নন, মুশফিকও চোট সমস্যায় আক্রান্ত। তবে টেস্ট দলের অধিনায়কের আঙুলের চোট নিয়ে তেমন চিন্তিত নন বাংলাদেশ দলের ট্রেনার, ‘খুলনা টেস্ট চলার সময় মুশফিক ডান হাতের আঙুলে চোট পেয়েছিল। এটা নিয়ে এখন দলের ফিজিও কাজ করছেন। আশা করি সে দ্রুত সেরে উঠবে।’
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৭ জুন বাংলাদেশে সফরে আসবে ভারত। ফতুল্লায় একমাত্র টেস্ট শুরু হবে ১০ জুন থেকে। ১৮, ২১ ও ২৪ জুন তিনটি ওয়ানডেরই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।