টানা পঞ্চমবার উম্বলডনের ফাইনালে জকোভিচ
ফ্রেঞ্চ ওপেন জয়ের পর এবার উইম্বলডনেও নিজের আধিপত্য ধরে রেখেছে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। টানা পঞ্চমবারের মতো পুরুষ এককের ফাইনালে উঠলেন এই তারকা। সেমিতে ইয়ানিক সিনারকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন ৩৬ বছর বয়সী এই তারকা।
গতকাল শুক্রবার (১৪ জুলাই) শেষ চারে ইয়ানিক সিনারের বিপক্ষে দাপট দেখিয়েছেন জকোভিচ। দ্বিতীয় বাছাই জকোভিচ ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে ইতালিয়ান অষ্টম বাছাইকে হারান। তাতে রেকর্ড অষ্টম উইম্বলডন জয়ের পথে এই তারকা।
ফাইনালে জিতলেই অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে ছুঁয়ে ফেলবেন জকোভিচ। এছাড়া রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্লামও হাতে নেবেন তিনি।
আগামী রোববার ফাইনালে তার প্রতিপক্ষ স্প্যানিশ শীর্ষ বাছাই কার্লোস আলকারেজের সঙ্গে শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন জকোভিচ। ফরাসি ওপেনের সেমিতে এই আলকারাজকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করেছিল জকোভিচ।
রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্লাম ফাইনালে খেলবেন তিনি। শুক্রবার জিতে আমেরিকান ক্রিস এভার্টকে পেছনে ফেলেছেন জকোভিচ। ২০১৬ সালের পর উইম্বলডনে ম্যাচ হারেননি এই সার্বিয়ান তারকা। আর সেন্টার কোর্টে অপরাজিত ২০১৩ সাল থেকে।