এমবাপ্পেহীন পিএসজিকে হারাতে ব্যর্থ রোনালদোর আল-নাসের
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলতে আল-নাসের এখন জাপানে। ক্রিস্টিয়ানো রোনালদোর দলটি প্রাক-মৌসুম প্রস্তুতি হিসেবে পিএসজি ও ইন্টার মিলানের বিপক্ষে দুটো প্রীতি ম্যাচ খেলবে। যার প্রথম ম্যাচে আজ মঙ্গলবার (২৫ জুলাই) পিএসজির বিপক্ষে মাঠে নামে সৌদি প্রো লিগের দল আল-নাসের। জাপানের নাগাই স্টেডিয়ামে দুদলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
মৌসুমের প্রস্তুতিটা এখন পর্যন্ত ভালো যাচ্ছে না রোনালদোদের। আগের দুই ম্যাচে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো ও পর্তুগিজ ক্লাব বেনফিকার কাছে বড় ব্যবধানে হেরেছে আল-নাসের। সে তুলনায় পিএসজির বিপক্ষে করা ড্র মন্দের ভালো।
জাপানে পৌঁছে গতকাল রোনালদো জানিয়েছিলেন, নতুন মৌসুমে আল-নাসেরের হয়ে শিরোপা জিততে চান তিনি। রোনালদো বলেন, ‘আমরা সব শিরোপা জিততে চাই। জানি, এটা খুবই কঠিন। কিন্তু, আমার মনে হয় আমাদের দারুণ একটা দল আছে। নতুন কোচ, নতুন খেলোয়াড়, সবার লক্ষ্য একই থাকবে। সেটি নতুন মৌসুমে অনেক শিরোপা জেতা। মৌসুম শুরুর অপেক্ষায় আছি আমরা।’
আজকের ম্যাচে প্রায় পুরোটা সময় পিএসজির নিয়ন্ত্রণে ছিল খেলা। পিএসজির হয়ে প্রাক-মৌসুমের এশিয়া সফরের দল থেকে বাদ পড়েছেন এমবাপ্পে। এই ফরাসি স্ট্রাইকারকে ছাড়াই পিএসজি আল-নাসেরের গোলমুখে আক্রমণ করেছে ১৩টি। আল-নাসেরও শট নিয়েছে তিনটি। তবে, শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দলই।
আগামী ২৭ জুলাই ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচে অংশ নেবে আল-নাসের।