ড্রেসিংরুমে ফেরার সময় মেজাজ হারিয়ে যা করলেন মেসি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/05/messi.jpg)
মায়ামিতে চলছে মেসি ম্যাজিক। ক্লাবটিতে যোগ দেওয়ার পরই যেন মেসি খুঁজে পেয়েছেন নিজের পুরোনো ছন্দ। প্রতি ম্যাচেই গোল করে জেতাচ্ছেন দলকে। সমর্থকরা মাঠে শান্ত মেসিকে দেখেই অভ্যস্ত। তবে কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে তার রেগে যাওয়ার মুহূর্ত এখনও কেউ ভোলেনি। সেই মেসিকেই যেন দেখা গেলো ইন্টার মায়ামির জার্সিতে।
শুক্রবার (৪ আগস্ট) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অরলান্ডো সিটির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর দুই দলের ফুটবলাররা টানেল দিয়ে একসঙ্গেই ড্রেসিংরুমে ফিরছিলেন। তখন অরলান্ডোর এক ফুটবলারের সঙ্গে কথা বলতে দেখা যায় ক্ষুব্ধ মেসিকে। দুজনের মধ্যে কিছুটা তর্কাতর্কি হওয়ার পর দেখা যায় মেসি তাকে ধাক্কা দেন।
এর আগে ম্যাচে মেজাজ হারিয়ে ফাউল করেছেন মেসি। হলুদ কার্ডও দেখেছেন। পরবর্তীতে ম্যাচের শেষ দিকেও মেজাজ হারান মেসি। ৮৩ মিনিটে প্রতিপক্ষ ফুটবলার ফিলিপ মার্টিনের সঙ্গে তর্কে জড়ালে তাদের আলাদা করেন ওই দলেরই স্ট্রাইকার লিয়োনার্দো ক্যাম্পানা।
এদিকে, মেসির আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অরলান্ডো সিটির কোচ অস্কার পারেহা বলেছেন, ‘এদিন মেসি যে আচরণটা করেছিলেন তার জন্য তাঁর লালকার্ড দেখা উচিত ছিল। ম্যাচের শেষে আর্জেন্টাইন অধিনায়কের কথা বলতে গিয়ে তিনি বারবারই নিজের ক্ষোভ প্রকাশ করছিলেন।’
অস্কার পারেহা আরও বলেন, ‘আসলে বার্তাটা পরিষ্কার না। এই খেলায় এমন একটা পেনাল্টি প্রাপ্য না। এসব সিদ্ধান্ত খুব বড় প্রভাব ফেলেছে। আমরা ভীত। মানুষ ফুটবল দেখতে চায়। আর রেফারিকে আরও স্বচ্ছ হতে হবে। যেটা এদিন দেখা গেল না।’