নেইমারের পিএসজি ছাড়ার খবর উড়িয়ে দিলেন তার বাবা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/08/08/neymar-psg-afp.jpg)
দলবদলের মৌসুম মানেই নানা গুঞ্জন আর জল্পনা-কল্পনা। আর সেটা যদি হয় কোনো বড় তারকাকে নিয়ে, তবে তো কথাই নেই। গত কয়েক মৌসুম ধরে দলবদলের সময়টাতে আলোচনার অন্যতম বিষয় নেইমার। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। ব্রাজিলিয়ান তারকা নেইমার নিজেও চেয়েছেন পিএসজি ছাড়তে। তবে তা, গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন নেইমারের বাবা। এমনটিই জানিয়েছে গোল ডটকম।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জানা যায়, নেইমারের পিএসজি ছাড়ার খবরটিকে গুজব বলেছেন তার বাবা নেইমার দ্য সিলভা সান্তোস। তিনি বলেন, ‘আমি এমন কোনো সংবাদের নিশ্চয়তা দিতে পারব না, যা ঘটেনি। যারা এসব ছড়াচ্ছে, তাদের উদ্দেশ্য জানি না। সেটি বোঝার চেষ্টা করছি।’
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। কিন্তু, সে অনুযায়ী ক্লাবের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। খবর রটেছিল, চলতি মৌসুমে ক্লাবও চেয়েছিল তাকে বিক্রি করে দিতে। এমনকি পিএসজির কিছু উগ্রবাদী সমর্থক হামলা পর্যন্ত চালায় নেইমারের বাড়িতে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/08/08/neymar_inner.jpg)
তবে, মাঠের বাইরের আলোচনা ছাপিয়ে চোট কাটিয়ে পিএসজির হয়ে মাঠে নেমেই করেছেন জোড়া গোল। গত ৩ আগস্ট প্রাক-মৌসুম প্রস্তুতিতে এশিয়া সফরে প্যারিসের ক্লাবটি খেলে দক্ষিণ কোরিয়ান ক্লাব জিওনবুকের বিপক্ষে। জোড়া গোলে ক্লাবকে জয় এনে দেওয়ার পাশাপাশি নিজেও পান ফর্মে ফেরার স্বস্তি।