বিশ্বকাপের দল ঘোষণা কবে, জানাল বিসিবি
বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস। আগামী ৫ অক্টোবর থেকে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে অংশগ্রহণকারী দলগুলোর প্রাথমিক স্কোয়াড দিতে হবে ৫ সেপ্টেম্বরের মধ্যে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বেধে দেওয়া নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তাদের কাছে বিশ্বকাপের প্রাথমিক দল পাঠাবে বাংলাদেশ। তবে, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রয়েছে।
এ নিয়ে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) নিজের ধানমণ্ডির কার্যালয়ে দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশারের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লাহোর থেকে তাদের সঙ্গে যুক্ত হন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসান।
বাংলাদেশের এশিয়া কাপের দলটাই হবে অনেকটা বিশ্বকাপের চূড়ান্ত দল, এটি আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু, চোটের কারণে এশিয়া কাপে নেই দলের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। বিশ্বকাপের মূল একাদশের ভাবনায় থাকা পেসার ইবাদত হোসেন ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই। ফলে, পরিকল্পনায় ছেদ পড়েছে।
বৈঠক শেষে গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, ‘বিশ্বকাপের দল নিয়ে আমাদের একটা পরিকল্পনা ছিল। কিন্তু, সেটি এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আমাদের তামিম-লিটন এখনও সুস্থ নয়। ওদের ছাড়া তো নাম পাঠাব না। এখন হয়তো নিয়মের কারণে আমরা একটা দল দেব আইসিসিকে। মূল দলটা ২৬/২৭ তারিখের দিকে দিতে পারি আমরা।’