বিপিএলের টিকিট না পেয়ে স্টেডিয়ামপাড়ায় দর্শকদের ক্ষোভ
মাত্র একদিন পরই মাঠে গড়াচ্ছে দেশের ক্রিকেটে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল। অথচ আগেরদিন টিকিট নিয়ে রীতিমত ভোগান্তিতে পড়েছেন দর্শকরা। কাউন্টার কিংবা অনলাইন, কোথাও মিলছে না টিকিট। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি বিসিবি।
আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় দেখা যায়। ভিড়ের মধ্য থেকে কিছু সমর্থক স্টেডিয়ামের মূল ফটকেও বিক্ষোভ করেন। জানা গেছে, টিকিট বিক্রির পুরো দায়িত্ব দেওয়া হয়েছে মধুমতী ব্যাংককে।
বিক্ষুব্ধ কয়েকজন সমর্থকের অভিযোগ, ‘এখানে আসার পর টিকিটের জন্য যোগাযোগ করা হলে বলা হয় অনলাইনে দেবে, এখানে না। কিন্তু ওয়েবসাইটও বন্ধ, একটা জায়গায় তো চালু রাখবে তারা। আড়াইশ-তিনশ পোলাপান ভোর ৪টা থেকে এসে বসে আছে।’
জানা গেছে, অনলাইনের পাশাপাশি মধুমতী ব্যাংকের নির্দিষ্ট কাউন্টার থেকে এবার কাটা যাবে বিপিএলের টিকিট। আজ বিকাল ৪ টা থেকে ৬ টা পর্যন্ত মধুমতী ব্যাংক থেকে ভক্তরা কাটতে পারবেন টিকিট। আগামীকাল ম্যাচের দিনও কাটা যাবে টিকিট। সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত টিকিট সংগ্রহের সুযোগ থাকছে।
মধুমতী ব্যাংকের যে সব শাখা থেকে টিকিট কাটতে পারবেন-
১। মিরপুর ব্রাঞ্চ (মিরপুর ১১)
২। মতিঝিল ব্রাঞ্চ (ঢাকা চেম্বার বিল্ডিং)
৩। উত্তরা ব্রাঞ্চ (জসিমউদদীন রোড)
৪। গুলশান ব্রাঞ্চ
৫। ধানমন্ডি ব্রাঞ্চ (পুরান রোড ২৭)
৬। কামরাঙ্গির চর ব্রাঞ্চ
৭। ভিআইপি রোড ব্রাঞ্চ (পল্টন স্কাউট বিল্ডিং)
এবার বিপিএলে টিকিটের সর্বনিম্ন দাম দুইশ টাকা। এছাড়া চারশ টাকায় দেখা যাবে নর্থ ও সাউথ স্ট্যান্ড থেকে। ক্লাব হাউজ আটশ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫শ ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে আড়াই হাজার।