ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির অপেক্ষায় মোরসালিন-জিকো
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে মৌখিক পরীক্ষা দিয়েছেন বাংলাদেশ ফুটবলের দুই তারকা শেখ মোরসালিন ও আনিসুর রহমান জিকো। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে তাদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে তাদের ভর্তির সুপারিশ করা হবে বলে জানা গেছে।
প্রায় ১৯ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের খেলোয়াড় কোটা চালু হয়েছে। চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষা ছাড়াই কেবল মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েই ভর্তি হতে পারবেন জাতীয় পর্যায়ে ভালো করা খেলোয়াড়রা।
সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি মোরসালিন ও জিকো। গত জুলাইয়ে প্রয়োজনীয় সনদপত্রসহ সাদা কাগজে সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষার ইউনিট প্রধান বরাবর ভর্তির জন্য আবেদন করেন তারা। সেটা যাচাই-বাছাই শেষে আজ তাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।
২০২০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় গোলকিপার আনিসুর রহমান জিকোর। এর পর থেকে লাল-সবুজ জার্সিতে খেলেছেন প্রায় সব ম্যাচই। শেষ সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারও। এদিকে চলতি বছর কম্বোডিয়ার সাথে অভিষেকের পর সাফে দুই গোল করে আলোচনায় আসেন মোরসালিন। গোল পেয়েছিলেন আফগানিস্তানের সাথে ৭ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচেও। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেই জাতীয় দলের হয়ে ৩ গোল করেছেন মোরসালিন।