ফাইনালে বৃষ্টির শঙ্কা, খেলা না হলে কে হবে চ্যাম্পিয়ন?
এবারের এশিয়া কাপে প্রায় প্রতি ম্যাচেই হানা দিয়েছে বৃষ্টি। বেশ কয়েকটি ম্যাচে ফলাফলের ওপর বেশ প্রভাব ছিল বৃষ্টির। এবার মেগাফাইনালেও রয়েছে বৃষ্টির শঙ্কা। ফাইনাল যদি বৃষ্টিতে ভেসে যায়, তবে কে হবে চ্যাম্পিয়ন? আছে কি কোনো রিজার্ভ ডে? এমন নানা প্রশ্ন উঁকি দিচ্ছে ভক্ত-সমর্থকদের মনে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ভারত-শ্রীলঙ্কা ফাইনালে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮০ থেকে ৯০ শতাংশ। দুপুর সাড়ে তিনটায় খেলা শুরু। তবে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিয়ম অনুযায়ী, অন্তত ২০ ওভার করে খেলতে হবে দুই দলকে। সোমবার থাকছে রিজার্ভ ডে। আর রিজার্ভ ডেতেও খেলা না হলে দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে।
এশিয়া কাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে ভারত। প্রায় প্রতিটি ম্যাচেই বৃষ্টির কবলে পড়তে হয়েছে ভারতকে। এর আগে, ২০০২ সালে শ্রীলঙ্কাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছিল ভারত ও শ্রীলঙ্কা। সেই ম্যাচের দিন এবং রিজার্ভ ডে-তে দুদিনই খেলা হয়নি। শেষ পর্যন্ত দুই দেশকেই যুগ্মভাবে বিজয়ী ঘোষণা করা হয়। এবার কি হয়, সেই অপেক্ষায় ভক্ত-সমর্থকরা।
এই ম্যাচের টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বৃষ্টি আইনের কথা মাথায় রেখে টসে বিজয়ী দল আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে। কারণ জটিল সমীকরণ মাথায় নিয়ে পরে ব্যাটিং করাটা বেশ কঠিন হবে।