‘এটা খালার বাড়ি নয় যে ভারত সহজে জিতবে’
এশিয়া কাপের ফাইনালে আজ রোববার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। এশীয় শ্রেষ্ঠাত্বের ফাইনাল নিয়ে আলোচনা হচ্ছে বেশ। অনেকেই শিরোপা যুদ্ধে এগিয়ে রাখছেন ভারতকে। তবে, পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব আখতার সেটা মনে করেন না। বরং ভারতকে সতর্ক করে এই গতি তারকা বলেছেন, এটা খালার বাড়ি নয় যে ভারত হেসেখেলে সহজে জিতে যাবে।
নিজের ইউটিউব চ্যানেলে ভারতকে সতর্ক করে শোয়েব বলেছেন,‘আমরা ধারণা করতে পারিনি বাংলাদেশের কাছে ভারত হারবে। কিন্তু তারা হেরেছে। এটা লজ্জাজনক হার। পাকিস্তান শ্রীলঙ্কার কাছে হেরেছে এবং এখন তারা এশিয়া কাপের বাইরে। এটা আরও বড় লজ্জা। ভারত তো অন্তত ফাইনাল খেলছে। তারা সব হারায়নি। বাংলাদেশের বিপক্ষে হারটা তাদের জন্য একটা সতর্কবার্তা ছিল। তাদের উচিত ফাইনালে জয় নিশ্চিত করা। কিন্তু এর জন্য তাদের অনেক ভালো খেলতে হবে।’
এরপর এই পাকিস্তানি ক্রিকেটার বলেন, ‘আসলে এটা খালার বাড়ি নয় যে ভারত হেসেখলে সহজে জিতে যাবে। এমন কিছুই হবে না। কঠিন এক লড়াই হতে যাচ্ছে। শ্রীলঙ্কাও মাঠে নামবে ভারতকে হারাতে। এই ম্যাচে যে কেউ জিততে পারে। ভারত বাংলাদেশের কাছে হেরেছে। তাদের জেগে উঠতে হবে।’
রাজনীতির মতো ক্রিকেটেও ভেন্ন মেরুতে ভারত-পাকিস্তান। দুদলের ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড় দ্বৈরথ। এশিয়া কাপে সেই দ্বৈরথেই ভারতের কাছে হেরে আসর থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে।
তবে পাকিস্তানকে হারালেও বাংলাদেশকে পরাস্থ করতে পারেনি ভারত। পুরো টুর্নামেন্টে হার না দেখা ভারত পরাজয় দেখেছে বাংলাদেশের বিপক্ষে। নিয়মরক্ষার ম্যাচ হলেও ভারতের ওই হার শান্তি দিয়েছে পাকিস্তানিদেরও। যেমনটা বললেন, দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব আখতার।
বাংলাদেশের প্রশংসা করে সাবেক এই তারকা ক্রিকেটার নিজের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে বলেছেন, ‘কাদের বিপক্ষে ম্যাচ হেরেছে ভারত? বাংলাদেশের কাছে, যাদের ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী বলা না গেলেও প্রতিদ্বন্দ্বী বলায় যায়। এটা অবশ্যই লজ্জাজনক হার। লোকজন পাকিস্তানের সমালোচনা করছে। সমালোচনায় বলছে, পাকিস্তান শ্রীলঙ্কার কাছ থেকে মার খেয়েছে। শ্রীলঙ্কা কিন্তু ভালো দল। বাংলাদেশও খারাপ দল নয়, ওরাও ভালো দল। তারাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে। বিশ্বমঞ্চে বড় বড় দেশকে চ্যালেঞ্জ জানায়। ওরা ভারতকে দারুণভাবে হারিয়েছে। এতে কিছুটা শান্তি হয়তো আমার মতো অন্য পাকিস্তানিরাও পাচ্ছে। ভারত অন্তত বাংলাদেশের কাছে তো হারল।’