লঙ্কান ক্রিকেট বোর্ডে রদবদল, কে হলেন নতুন চেয়ারম্যান?
মাঠের ক্রিকেটে শ্রীলঙ্কার অবস্থা বেশ নাজুক। মাঠে যতটা, মাঠের বাইরেও দলটির অবস্থা বেহাল। ভারতের কাছে শোচনীয় হারের পর আবার আলোচনায় উঠে আসে লঙ্কান ক্রিকেট প্রশাসনের দুর্নীতি, অনিয়মের কথা। শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহের নির্দেশে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেন মোহন ডি সিলভা।
তার জায়গায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে অর্জুনা রানাতুঙ্গাকে। ১৯৯৬ বিশ্বকাপজয়ী লঙ্কান অধিনায়ককে নিয়োগ দিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান সাংবাদিক আজম আমিন।
আজ সোমবার (৬ নভেম্বর) নিজের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেন আজম। সেখানে তিনি লেখেন, ’শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী এসএলসির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে দায়িত্ব দিয়েছে। আজ থেকে তার কার্যক্রম শুরু হবে।’
রানাতুঙ্গার নেতৃত্বাধীন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক প্রেসিডেন্ট উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, রোহিনি মারাসিংহে ও ইরাঙ্গানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপাকসে ও ব্যবসায়ী হিশাম জামালদিন। এরা সবাই অন্তবর্তীকালীন কমিটির সদস্য হিসেবে কাজ করবেন।