ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচের ভেন্যুতে নেই বিদ্যুৎ, বিল বাকি তিন কোটি
ঘণ্টা দুয়েক বাদেই ভারতের রায়পুরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে দুদল মুখোমুখি হবে শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে। তবে, ম্যাচের আগে বড় খবর হলো যে স্টেডিয়ামে দুদল লড়াই করবে সেটিতেই নেই বিদ্যুতের ব্যবস্থা। থাকবেই বা কীভাবে? স্টেডিয়ামটির বিদ্যুৎ বিল যে বাকি তিন কোটি রুপিরও বেশি!
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বাকি তিন কোটি ১৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান প্রায় ৪ কোটি ২০ লাখ টাকার মতো। জানা গেছে, স্টেডিয়ামটির বিদ্যুৎ বিল ২০০৯ সাল থেকেই দেওয়া হয়নি। এরপর স্টেডিয়ামের একটি অংশের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে।
এই বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে আলোচনা কম হয়নি। তবুও কেন এত বছরের বিল বাকি তার সঠিক উত্তর মেলেনি। আজকের ম্যাচের জন্য তাই জেনেরেটরই বড় ভরসা আয়োজকদের। ম্যাচটির জন্য রায়পুরের ক্রিকেট সংস্থার অনুরোধে সাময়িক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। তবে তাতে আলো জ্বলবে শুধু গ্যালারি এবং বক্সে। মাঠের ফ্লাডলাইট জ্বালানো হবে জেনারেটর দিয়ে।
রায়পুর রুরাল সার্কলের দায়িত্বে থাকা অশোক খন্ডেলওয়াল ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ক্রিকেট সংস্থা যে সাময়িক বিদ্যুতের আয়োজন করা হয়েছে সেটার পরিমাণ বৃদ্ধি করার জন্য আবেদন করেছে।’
এখনও পর্যন্ত এই মাঠে একটিই আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। এই বছর ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল রায়পুরে। সেই এক দিনের ম্যাচে কিউইদের ১০৮ রানে অল আউট করে দিয়েছিল ভারত।