শরিফুলের হাত ধরে প্রথম সাফল্য বাংলাদেশের
প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজ হারানোর সুযোগ বাংলাদেশের। মাউন্ট মঙ্গানুইতে সেই সুযোগ লুফে নিতে মাঠে নেমেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে বোলিংয়ে নেমে কিউই ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে ভালো শুরু এনে দিয়েছেন পেসার শরিফুল ইসলাম।
আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৯ রানের মাথায় শরিফুলের বলে তুলে মারতে গিয়ে রিশাদের হাতে ধরা পড়েন অ্যালেন। দুই বলে পাঁচ রান আসে তার ব্যাট থেকে।
এর আগে, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে এই ম্যাচে বাংলাদেশ একাদশে নেই ওপেনার লিটন দাস। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে কিউইরা।