আইপিএল খেলার সুযোগ হাতছাড়া, যা বললেন তাসকিন
আইপিএলে খেলার প্রস্তাব পেসার তাসকিন আহমেদের জন্য নতুন নয়। অতীতে নানা সময়ে ডাক পেলেও বোর্ডের অনাপত্তিপত্র না পাওয়ায় খেলা হয়নি তার। এবারও তাসকিনকে দলে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস। বোর্ডের অনুমতি না মেলায় খেলা হচ্ছে না তার। বারবার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ তাসকিন নিজেও।
আজ মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বোলিং অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। সেখানে আইপিএলের প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এলো (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে, কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।’
তাসকিন আরও বলেন, ‘বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।’
সর্বশেষ ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপেও চোট পেয়েছিলেন। সেই চোট কাটিয়ে না উঠতে পারায় ছিলেন না সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সিরিজে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। মিরপুরে নিয়মিত বোলিংও করছেন। আসন্ন বিপিএলের শুরু থেকে খেলার কথা রয়েছে তার।