বিশ্বকাপের আম্পায়ারিংয়ে দুই বাংলাদেশি
গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারিং করেছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এরই ধারাবাহিকতায় এবার যুব বিশ্বকাপেও থাকছেন বাংলাদেশি আম্পায়ার। আগামী ১৯ জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপে আম্পায়ার হিসেবে থাকবেন বাংলাদেশের গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল।
বিশ্বকাপকে সামনে রেখে আজ বুধবার (১০ জানুয়ারি) আইসিসি ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। আসরে মোট ১৬ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন। চারজন ম্যাচ রেফারি হলেন— গ্রায়েম ল্যাব্রয়ি, শহীদ ওয়াদভাল্লা, নারায়ণ কুট্টি ও ওয়েইন নুন।
আইসিসির আম্পায়ার ও রেফারি বিসয়ক ম্যানেজার শিন ইজে বলেন, ‘আইসিসির ক্যালেন্ডারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খুব গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। এটি আগামীর ক্রিকেট তারকা তৈরির প্ল্যাটফর্ম। একই সঙ্গে আম্পায়ারদের জন্যেও নিজেদের প্রস্তুত করার সুযোগ। দক্ষ ও পরীক্ষিত আম্পায়ার ও ম্যাচ রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, তারা নিজেদের কাজটা দারুণভাবে সম্পন্ন করবে।’
বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে ‘এ’ গ্রুপে। রাব্বি-শিবলিদের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ২০ জানুয়ারি ব্লুমফন্টেইনে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। সম্প্রতি যুব এশিয়া কাপ জয়ী বাংলার যুবাদের নিয়ে বিশ্বকাপে বড় কিছুর স্বপ্ন বুনছেন ভক্তরা।