তরুণদের গড়ে ওঠার পথে বাধা টি-টোয়েন্টি ক্রিকেট : ক্লাইভ লয়েড
আধুনিক ক্রিকেট মানেই হয়ে গেছে ধুন্ধুমার ব্যাটিংয়ের প্রদর্শনী। ক্রিকেট যতটা না খেলা, তারচেয়ে বেশি মনোরঞ্জনের খোরাকে পরিণত হয়েছে। এর পেছনে অন্যতম কারণ, টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থান। এই টি-টোয়েন্টি তরুণ ক্রিকেটারদের গড়ে ওঠার পথে বাধা। এমনটাই মন্তব্য করেছেন বিশ্বকাপজয়ী সাবেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েড। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে আজ শুক্রবার (১২ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এই মন্তব্য করেন তিনি।
টি-টোয়েন্টির আগ্রাসনে তরুণরা নিজেদের খেলার উন্নতি ঘটাতে পারছে না উল্লেখ করে ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, ‘টি-টোয়েন্টি হচ্ছে পেশিশক্তি প্রদর্শনের খেলা। এখানে চাকচিক্য আছে, অর্থ আছে। ফলে খেলোয়াড়রা নিজেদের দক্ষ করে গড়ে তোলার চেয়ে পেশিবহুল করায় মনযোগ দিচ্ছে, যা তাদের ভালো ক্রিকেটার হিসেবে তৈরি করার পথে বাধা সৃষ্টি করছে।’
লয়েড আরও বলেন, ‘টি-টোয়েন্টি হলো প্রদর্শনী, টেস্ট ক্রিকেট হলো পরীক্ষা। কিন্তু, অনেক বেশি টি-টোয়েন্টি খেলা হওয়ার কারণে টেস্ট হুমকির মুখে পড়েছে। মাঝেমধ্যেই টেস্ট খেলতে অনাগ্রহ প্রকাশ করেন ক্রিকেটাররা। তারা মূলত ফ্যাঞ্চাইজি লিগগুলোতে খেলে আয় করায় বেশি আগ্রহী। টি-টোয়েন্টি হোক তাতে সমস্যা নেই। নিশ্চিত করতে হবে, টেস্ট ম্যাচও যেন বেশি বেশি আয়োজিত হয়। এতে ক্রিকেটাররা নিজেদের আরও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে।’