বিসিবি সভাপতি হিসেবে আজ নিজের ভবিষ্যৎ জানাবেন পাপন?
নাজমুল হাসান পাপন এখন আর শুধু ক্রিকেটের নন, গোটা ক্রীড়াঙ্গনের অভিভাবক। বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রী তিনি। মন্ত্রীত্ব পাওয়ার পর থেকে যে প্রশ্ন জোরেশোরে ঘুরছে, সেটি সবার জানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে থাকছেন তো পাপন? প্রশ্ন থাকলেও নিশ্চিত উত্তর এখনও নেই।
মন্ত্রীসভায় যাওয়ার পর গত ১১ জানুয়ারি সাংবাদিকের প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেছিলেন, ‘প্রথম কথা হচ্ছে বিসিবির সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আগেও আমাদের এখানে অনেক মন্ত্রী ছিলেন, যারা বিসিবি সভাপতির দায়িত্ব পালন করেছেন। বিদেশেও আছে। সেটি ইস্যু না। আমার এই টার্মটা শেষ হবে আগামী বছর। আমার আগে থেকেই ইচ্ছে ছিল, এই মেয়াদেই দায়িত্ব ছাড়ার। আমি চেষ্টা করব এ বছর শেষ করার।’
বিসিবি সভাপতি হিসেবে পাপনের দায়িত্বে থাকার পাশাপাশি দেশের ক্রিকেটের আরও নানা বিষয় নিয়ে কৌতূহলের শেষ নেই। জমে আছে অজস্র প্রশ্ন। বিসিবির বোর্ডসভা রয়েছে আজ সোমবার (১২ ফেব্রুয়ারি)।
আলোচনায় উঠে আসতে পারে বেশকিছু গুরুত্বপূর্ণ ইস্যু। বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতা, সাকিব-তামিম দ্বন্দ্বের বিষয়ে তদন্ত ইতোমধ্যে শেষ হয়েছে। সেসব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির বোর্ড সভায় আসবে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ভবিষ্যৎ, সাকিব আল হাসান অধিনায়ক থাকবেন কি না— অনেক বিষয়ই আছে এজেন্ডায়।
প্রায় ছয় মাস আগে সর্বশেষ বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছিল। এবারের সভা আরও একটি কারণে বিশেষ, বিসিবি সভাপতি নাজমুল হাসান যুব ও ক্রীড়ামন্ত্রী হওয়ার পর এটিই হতে যাচ্ছে প্রথম বোর্ড সভা।