মোহামেডানকে হেসেখেলেই হারাল আবাহনী
আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি কিছু। ফুটবলে যেমন, ক্রিকেটেও তাই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট ঐতিহ্যবাহী এই দুই ক্লাব মুখোমুখি হলেও লড়াইটা জমেনি। একপেশে ম্যাচে মোহামেডানকে উড়িয়ে সহজ জয় তুলে নিল আবাহনী।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) নারায়নগঞ্জের ফতুল্লায় টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯০ রান তোলে মোহামেডান। জবাবে, ৩৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১৯৫ রান তোলে আবাহনী। ৯০ বলে ৭৮ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন জাকির আলী অনিক।
১৯১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৬ রানে ওপেনার এনামুল হক বিজয়কে হারায় আবাহনী। এরপর দ্বিতীয় উইকেট নাঈম শেখ ও জাকের আলী অনিক মিলে গড়েন ১০৬ রানের জুটি। এই জুটিতেই জয়ের পথটা পেয়ে যায় আবাহনী। নাসুমের বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন নাঈম। ৬২ বলে ৫ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান আবাহনীর এই ওপেনার।
এরপর তৃতীয় উইকেটে জাকের ও আফিফ মিলে ৭৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। জাকের ৯০ বলে ৭৮ এবং আফিফ ৩৮ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন। এই দুই জনের ইনিংসের ওপর দাঁড়িয়ে ৩৫ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।
মঙ্গলবার সকালে খান সাহেন ওসমান আলী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের পেস তোপে ৫৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে মোহামেডান। মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে তারা দুইশর কাছাকাছি সংগ্রহ দাড় করায়। মাহমুদউল্লাহ ৮৩ বলে ৫৪ রান করেন। শেষমেশ ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯০ রান তোলে মোহামেডান।
আগের ৭ ম্যাচের একটিতেও হারেনি আকাশী-নীল জার্সিধারিরা। অন্যদিকে ৭ ম্যাচে মাত্র একটিতে হেরে পয়েন্ট টেবিলের দুই নম্বরে ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। তাদের সামনে সুযোগ ছিল প্রতিদ্বন্দ্বী ক্লাবটিকে হারের স্বাদ দেওয়ার। কিন্তু ২০১৫ সালের পর মোহামেডান এখন অব্দি আবাহনীকে হারাতে পারেনি।