যুক্তরাষ্ট্রের ভিসার জন্য মার্কিন দূতাবাসে মুস্তাফিজরা
আর দুই মাসের অপেক্ষা। এরপরই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। আসন্ন সেই বিশ্বকাপকে সামনে রেখে ভিসা কার্যক্রম সারতে মার্কিন দূতাবাসে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে আজ বায়েমেট্রিকের কাজ সম্পন্ন করবেন শান্ত-মিরাজরা।
শ্রীলঙ্কা সিরিজের ব্যস্ততা শেষ করে সকালেই মিরপুরে একত্রিত হন ক্রিকেটাররা। পরবর্তীতে মিরপুর থেকে বিসিবির টিম বাসে রওনা হন বারিধারাস্থ মার্কিন দূতাবাসের উদ্দেশে। ক্রিকেটারদের পাশাপাশি কোচিং স্টাফের সদস্যরাও উপস্থিত ছিলেন।
আমেরিকার ভিসা থাকায় নতুন করে করতে হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিন, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও সৌম্য সরকারদের। বিশ্বকাপকে সামনে রেখে অন্তত ৩০ ক্রিকেটারের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে রাখতে চায় বিসিবি। যে তালিকায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাওহীদ হদয়ের মতো ক্রিকেটাররা।
এদিকে, ভিসা প্রক্রিয়া শেষ করে রাতেই ভারতে ফিরতে পারেন পেসার মুস্তাফিজুর রহমান। যার ফলে আগামীকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে তার খেলা নিয়ে শঙ্কা আছে। যদি শেষমেশ মুস্তাফিজকে না খেলানো হয়, তবে তার পরিবর্তে একাদশে দেখা যেতে পারে স্পিনার মাথিশা থিকসানাকে।
আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ডি’তে। নেপাল, নেদারল্যান্ডসের পাশাপাশি টাইগারদের লড়তে হবে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে। টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় গ্রুপে থাকা বাকি চার দলের প্রত্যেকেরই সামর্থ্য রয়েছে বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর। ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।