জোড়া হ্যাটট্রিকের পর সতীর্থদের উদ্দেশে রোনালদোর বার্তা
টানা দুই ম্যাচে হ্যাটট্রিক। দেখে বোঝার উপায় নেই ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৪০ চলছে। সর্বশেষ ম্যাচে সৌদি প্রো লিগে আভার বিপক্ষে দুরন্ত এক হ্যাটট্রিক করলেন পর্তুগিজ সুপারস্টার। ম্যাচে তিন গোলের দুটিই ছিল ফ্রিকিক থেকে। করেছেন জোড়া অ্যাসিস্ট।
রোনালদোর শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। জাতীয় দল কিংবা ক্লাবে, তিনি একটা সময় সাফল্য পাচ্ছিলেন না। সময়টা পেছনে ফেলে ফের সিআরসেভেন ছুটছেন নিজের মতো। প্রস্তুত হচ্ছেন আগামী ইউরোর জন্য।
রোনালদোর ক্যারিয়ারে হ্যাটট্রিক সংখ্যা এখন ৬৫। আল-নাসেরের জার্সিতে টানা দুই হ্যাটট্রিকের পর ইন্সটাগ্রামে সতীর্থদের উদ্দেশে প্রেরণামূলক বার্তা দিলেন রোনালদো। সবসময়ই সতীর্থদের অনুপ্রাণিত করার শক্তিটা আছে তার।
নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে আল-নাসের অধিনায়ক বলেন, ‘আমরা গতিহীন হয়ে পড়িনি। দল হিসেবে আমরা দুর্দান্ত। সবাই ছন্দময় ফুটবল খেলছে। এটি ধরে রাখাই আমাদের চ্যালেঞ্জ।’
রোনালদো হয়তো সর্বকালের সেরা নন। হয়তো সমকালেও পিছিয়ে। তবু তাকে মনে রাখতেই হবে। সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে, একটা প্রজন্মের ভেতর জয়ের ক্ষুধা দেওয়া আদর্শকে, গোটা একটা দেশ ছাপিয়ে ব্যক্তি বড় হয়ে ওঠা রোনালদোকে মনে রাখতেই হবে।