রোনালদোর লাল কার্ড, সেমি থেকে বিদায় আল নাসেরের
সৌদি সুপার কাপের শেষটা ভালো হলো না আল নাসেরের। সেমিতে আল হিলালের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে ক্লাবটির। তবে, সবকিছু ছাপিয়ে তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড দেখে মাঠ ছাড়ার ঘটনা আলোচনায়।
গতকাল সোমবার (৮ এপ্রিল) দিনগত রাতে আবুধাবির মোহাম্মাদ বিন জায়েদ স্টেডিয়ামে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসেরকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে আল হিলাল। আল-নাসরের চেয়ে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে থেকে সৌদি প্রো লিগের শীর্ষেও আছে তারা।
পুরো ম্যাচেই দাপট ছিল আল হিলালের। তবে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি আল নাসের। ম্যাচের ১৭তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও পোস্টের ওপর দিয়ে মেরে দেন রোনালদো। প্রথমার্ধের শেষ সময়ে বল জালে পাঠান আল নাস্রের ওতাভিও। কিন্তু অফ সাইডের কারণে তা বাতিল হয়।
প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ম্যাচের ৬১তম মিনিটে মিলিনকোভিচের ফ্লিক থেকে গোল করে আল হিলালকে এগিয়ে দেন সালেম আল-দাউসারি। এরপর ৭২তম মিনিটে দারুণ হেডে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। ২-০ গোলে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে আল নাসের।
ম্যাচের ৮৫তম মিনিটে থ্রোইন পায় আল নাসের। কিন্তু আল বুলায়হিকে সুযোগ না দিয়ে বল নিয়ে নেন রোনালদো। তখন তার গতি রোধ করার চেষ্টা করেন আল হিলাল ডিফেন্ডার। এ নিয়ে ধ্বস্তাধস্তি এক পর্যায়ে আল বুলায়হিকে কনুই দিয়ে আঘাত করেন পর্তুগিজ তারকা। এরপর সংঘর্ষে লিপ্ত হন দুই দলের খেলোয়াড়রাও। এক পর্যায়ে রোনালদোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ক্যারিয়ারে এ নিয়ে দ্বাদশবার লাল কার্ড দেখলেন রোনালদো।
এরপর যোগ করা সময়ের নবম মিনিটে গোল করে সাদিও মানে কিছুটা আশা ফেরান আল নাসের শিবিরে। তবে ওই গোল শেষ পর্যন্ত কেবল ব্যবধানই কমাতে পারে। ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় দলটিকে।