তামিমের সঙ্গে বৈঠকে যে কথা হয়েছে শান্তর
ঢাকা প্রিমিয়ার লিগের সোমবার আবাহনী-প্রাইম ব্যাংকের জমজমাট লড়াই শেষে ড্রেসিংরুমে লম্বা সময় ধরে চলে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর রুদ্ধদ্বার বৈঠক। কি কথা হয়েছে তাদের মধ্যে, সেই বিষয়ে তাৎক্ষনিক ভাবে কিছু জানা না গেলেও অবশেষে বিষয়টি খোলাসা করলেন শান্ত নিজেই।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) এক অনুষ্ঠানে তামিমের সঙ্গে আলাপ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আসলে অনেকদিন ধরে তামিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়না। তাই ওই বসে আড্ডা দিলাম আর কি। ক্রিকেট নিয়েও কথা হয়েছে। জাতীয় দলে ফেরার বিষয়ে উনি একটু সময় নিতে চাচ্ছেন। আর যেহেতু ডিপিএল চলছে। অধিনায়ক হিসেবে আমার নিজেরও একটা চিন্তা-ভাবনার প্রয়োজন আছে।’
তামিমের ফেরার প্রসঙ্গে শান্ত বলেন, ‘অধিনায়ক হিসেবে আমি চাইব ফিট থাকলে তামিম ভাই যে কোনো ফরম্যাটে খেলুক। যদিও উনি টি-টোয়েন্টিতে অবসর নিয়েছে, তাও তো আমরা তাকে দলে চাই। আসলে শুধু আমরা চাইলে তো হবে না, তারও চাইতে হবে। আর বিশ্বকাপের যেহেতু খুব বেশি একটা সময় নেই। তাই এখন পরিবর্তন করাটা কঠিন। তবে, দলের প্রয়োজনে যে কোনো সময় যে কোনো কাউকে দলে নিতে আমি প্রস্তুত।’