‘আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই’
জিম্বাবুয়ে সিরিজ নয় বিশ্বকাপের কথা মাথায় রেখে আইপিএলে খেলা উচিত পেসার মুস্তাফিজুর রহমানের। গত কয়েকদিন ধরেই ক্রিকেটপাড়ায় এই আলোচনা তুঙ্গে। এবার এই ইস্যুতে মুখ খুলল বিসিবি। দ্রুতই এই তারকা পেসারকে ফেরানো হবে দেশে।
আজ বুধবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানান, আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই।
মুস্তাফিজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আইপিএল খেলে তার (মুস্তাফিজের) শেখার কিছু নেই। মুস্তাফিজের শেখার সময় শেষ। বরং মুস্তাফিজের থেকে সেখানকার অনেক প্লেয়াররা শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ নেই। লাভ তাদের যারা মুস্তাফিজের কাছ থেকে শিখছে। ‘
বিসিবির এই পরিচালক আরও যোগ করেন, ‘মুস্তাফিজকে আমরা ১ মে পর্যন্ত খেলার অনুমতি দিয়েছি। আর ২ তারিখে সে বাংলাদেশে আসবে। আর ৩ তারিখে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলবে। আমরা আশাকরি সে নিজের ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।’
উল্লেখ্য, এবারের আইপিএলের শুরুটা স্বপ্নের মতো হয়েছিল মুস্তাফিজের। প্রথম ম্যাচে চার উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এরপর আরও চারটি ম্যাচ খেলে এখন পর্যন্ত তার ঝুলিতে মোট ১০ উইকেট। চেন্নাইয়ের জার্সিতে আরও ৪টি ম্যাচ খেলার সুযোগ পাবেন এই বাংলাদেশি তারকা।