মেসি-হলান্ডকে টপকে লরিয়াসের বর্ষসেরা জকোভিচ
টেনিস কোর্টে আরও একবার চোখ ধাঁধানো পারফরম্যান্সে বছর রাঙানোর দারুণ স্বীকৃতি পেলেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। রেকর্ড পঞ্চমবারের মতো জিতেছেন ক্রীড়াজগতের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার 'লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার'।
এর আগে লরিয়াসের এ পুরস্কার সর্বোচ্চ পাঁচবার জিতেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। এবার তার পাশে বসেছেন ৩৬ বছর বয়সী জকোভিচ। গত বছর চারটি গ্র্যান্ডসামে অংশ নেন জকোভিচ। এর মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড স্পর্শ করেন এই সার্বিয়ান তারকা।
আর ক্রীড়া বিশ্বের বর্ষসেরা নারী খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বার্সা তারকা আইতানা বোনমাতি। ২০২৩ সালটা অবিশ্বাস্য কাটে স্পেন ও বার্সেলোনায় খেলা এই মিডফিল্ডারের। ২৬ বছর বয়সী এই তারকা প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল।
বার্সেলোনার হয়েও গত মৌসুম দুর্দান্ত কাটে বোনমাতির। লিগ শিরোপার পাশাপাশি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। এছাড়াও লরিয়াসের ওয়ার্ল্ড ব্রেকথ্রু অব দ্য ইয়ার বা সেরা নতুন তারকার খেতাব জিতেছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার জুড বেলিংহাম।
চলতি মৌসুমে বেলিংহাম আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। এখন পর্যন্ত রিয়ালের জার্সিতে ৩৬ ম্যাচ খেলে করে ফেলেছেন ২১ গোল, নামের পাশে আছে ১০ অ্যাসিস্টও। প্রথম মৌসুমে এসেই জায়গা করে নিয়েছেন রিয়াল সমর্থকদের মনে। এবার তো জিতলেন পুরস্কারও। যার জন্য ধন্যবাদ দিতে ভুলেননি পরিবার ও রিয়ালকে।