ব্যর্থতার পরেও মুস্তাফিজে ভরসা চেন্নাইয়ের
সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের হারে মুস্তাফিজুর রহমানের অনেকটাই দায় ছিল। ৩.৩ ওভারে ৫১ রান দিয়েছিলেন। শেষ ওভারে ১৭ রান প্রয়োজন ছিল লখনৌ সুপার জায়ান্টের। বোলিংয়ে আসা মুস্তাফিজ সেটি ডিপেন্ড করতে পারেননি। তার আগে ম্যাচে দিয়েছিলেন ৪৩ রান।
সবমিলিয়ে, শঙ্কা ছিল আজ রোববারের (২৮ এপ্রিল) ম্যাচে মুস্তাফিজের একাদশে সুযোগ পাওয়া নিয়ে। তার ওপর গতকাল অনুশীলনে দেখা যায়নি তাকে। তবে, সব সংশয় দূর করে কাটার মাস্টারের ওপর ভরসা রেখেছে চেন্নাই। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে আজকের ম্যাচের একাদশে যথারীতি আছেন মুস্তাফিজ।
মুস্তাফিজ সম্পর্কে চেন্নাইয়ের ফিল্ডিং রাজিব কুমার কোচ গতকাল জানিয়েছিলেন, অনুশীলনে না থাকা মানে এই নয় তাকে আমরা বিবেচনায় রাখছি না। স্কোয়াডের প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ।
রাজিব কুমার বলেন, মুস্তাফিজ খুবই ভালো করছে। সে দক্ষ একজন বোলার। আমাদের একাদশ ম্যাচের দিন ঠিক করা হয়। পিচ কেমন সেটি দেখে একাদশ নির্বাচন করি। আমাদের স্কোয়াডের ২৫ জনকেই আমরা মূল খেলোয়াড় হিসেবে দেখি। এখানে কোনো ভেদাভেদ নেই।’