আবাহনীর জয়ে বল হাতে দুর্দান্ত তানজিম সাকিব
শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদ—তিন বোলার মিলে চেপে ধরলেন লেজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটিং। তিন পেসারে গতিতে দাঁড়াতে পারেননি মাশরাফীরা। প্রতিপক্ষকে অল্পতেই গুঁটিয়ে দিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে রূপগঞ্জকে ৮ উইকেটে হারিয়েছে আবাহনী।
দলের বড় জয়ে মূল নায়ক তানজিম সাকিব। তিনি মাত্র ২৩ রান খরচায় সংগ্রহ করেছেন পাঁচটি উইকেট। ৪৮ ম্যাচের লিস্ট 'এ' ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ৫ উইকেট। এর আগে ২০২২ সালের লিগে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে প্রথমবার ৫ উইকেট নিয়েছিলেন তরুণ পেসার।
বাকি পাঁচটির মধ্যে ২৯রান দিয়ে তিনটি নেন শরিফুল। ১৬ রান খরচা করা তাসকিনের শিকার দুটি।
এদিন আগে ব্যাট করতে নেমে লেজেন্ডস অব রূপগঞ্জকে ৯৯ রানে অলআউট করে আবাহনী। জবাব দিতে নেমে মাত্র ১০.৪ ওভারে জয় তুলে নেয় মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
সংক্ষিপ্ত স্কোর:
লেজেন্ডস অব রূপগঞ্জ: ২৮.৩ ওভারে ৯৯ (তৌফিক ২, সাদমান ০, ইমরানউজ্জমান ১৫, মুমিনুল ৯, আমিনুল ১১, মাশরাফি ১৫, শামীম ১৮, শুভাগত ০, শহিদুল ১৭, হালিম ০, আল আমিন ০*; শরিফুল ৬-১-২৯-৩, তাসকিন ৮-৪-১৬-২, তানজিম ৭.৩-১-২৩-৫, নাহিদুল ৪-২-১২-০, তানভির ৩-০-১৯-০) ।
আবাহনী লিমিটেড: ১০.৪ ওভারে ১০১/২ (এনামুল ৩৭*, নাঈম ৪, হৃদয় ১০, মোসাদ্দেক ৪৮*; আল আমিন ৫-১-৩৫-১, হালিম ৩-০-২৬-১, শহিদুল ২-০-৩১-০, সাদমান ০.৪-০-৭-০) ।
ফল: আবাহনী লিমিটেড ৮ উইকেটে জয়ী।