মাঝারি পুঁজিতেও মুম্বাইকে হারাল কলকাতা
চলতি আইপিএলের বিচারে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহটা বড় ছিল না। তবে, সেটিও টপকাতে ব্যর্থ হলো মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে দিনের একমাত্র ম্যাচে শুক্রবার (৩ মে) ঘরের মাঠেই হেরে বসল মুম্বাই। কলকাতা পেল ২৪ রানের জয়।
আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৬৯ রানে অলআউট হয় কলকাতা। জবাবে ১৮.৫ ওভারে সব উইকেট হারিয়ে মুম্বাই থামে ১৪৫ রানে।
১৭০ রান তাড়া কতে নেমে দ্বিতীয় ওভারে ইশান কিষাণের উইকেট হারায় মুম্বাই। ১৩ রান করে কিষাণ বোল্ড হন মিচেল স্টার্কের বলে। অপর ওপেনার রোহিত শর্মাকে ১১ রানে বিদায় করেন সুনিল নারিন। ওয়ানডাউনে নামা নামান ধীরও থমেন ১১ রান করে, ভরুন চক্রবর্তীর বলে বোল্ড হয়ে।
ব্যাটিং বিপর্যয়ে পড়া মুম্বাইকে টেনে তোলার চেষ্টা করেন সূর্যকুমার যাদব। ৩৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৬ রান করেন তিনি। তাকে সাজঘরে ফিরিয়ে কলকাতাকে ম্যাচে ফেরান আন্দ্রে রাসেল। শেষ দিকে টিম ডেভিডের ২০ বলে ২৪ রান ছাড়া বাকিরা সবাই ব্যর্থ হলে হার মানতে হয় মুম্বাইকে।
কলকাতার পক্ষে চার উইকেট নেন স্টার্ক। দুটি করে উইকেট পান বরুন, রাসেল ও নারিন।
এর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। প্রথম ওভারেই ফিল সল্টের উইকেট হারায় কেকেআর। তিন বলে পাঁচ রান করে নুয়ান থুসারার বলে বিদায় নেন সল্ট। ভালো করতে পারেননি অপর ওপেনার সুনিল নারিনও। আট বলে আট রান করে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হন নারিন। কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে ছয় রানে ফেরান থুসারা।
স্কোরবোর্ডে ৫৭ রান তুলতেই পাঁচ উইকেট হারায় কেকেআর। সেখান থেকে দলকে টেনে তোলেন ভেঙ্কটেশ আইয়ার ও মনীষ পান্ডে। ৫২ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৭০ রান করেন ভেঙ্কটেশ। তাকে বোল্ড করেন জসপ্রীত বুমরাহ। ইমপ্যাক্ট প্লেয়ার মনীষের ব্যাট থেকে আসে ৩১ বলে দুটি করে চার ও ছক্কায় ৪২ রান। এ দুজন ফিরে গেলে শেষ দিকে ফের খেই হারায় কলকাতা। ১৫৩ থেকে ১৬৯, ১৬ রানে শেষ চার উইকেট হারায় দলটি।
মুম্বাইয়ের পক্ষে তিনটি করে উইকেট নেন বুমরাহ ও থুসারা। দুই উইকেট পান পান্ডিয়া।