তিন পরিবর্তন নিয়ে লড়াইয়ে বাংলাদেশ
প্রথম চার ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তাই শেষ ম্যাচটা অনেকটা পরীক্ষা-নিরীক্ষার। সেই সুযোগ কাজে লাগিয়েছে বাংলাদেশ। একাদশে তিন পরিবর্তন এনেছে স্বাগতিকরা। দলে ফিরেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ, স্পিনার শেখ মেহেদী ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
টসের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা টস জিতলে ব্যাটিংই চাইতাম। উইকেট দেখে মনে হচ্ছে ব্যাটিংয়ে সহায়তা করবে। তারপরও আমাদের শুরুটা দেখেশুনে করতে হবে। গত ম্যাচে ওপেনিংয়ে দারুন শুরু এসেছে, এই ম্যাচেও তেমনটাই প্রত্যাশা।’
জিম্বাবুয়ে দলপতি সিকান্দার রাজার ভাষ্য, ‘আমরা এই সিরিজে অনেক নুতন ক্রিকেটার নিয়ে খেলেছি। যেটা আমাদের জন্য ইতিবাচক। অনেক কিছু শেখার আছে এই সিরিজ থেকে। আশা করি অল্প রানে বাংলাদেশকে আটকে দিতে পারব।’
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, জাকির আলি অনিক, মেহেদী ও সাইফউদ্দিন।