দিল্লিকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বেঙ্গালুরু
আইপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। দিনের দ্বিতীয় ম্যাচে আজ রোববার (১২ মে) টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ের সুবিধা খুব একটা নিতে পারেনি আরসিবি। ২০ ওভারে ৯ উইকেটে ১৮৭ রান তোলে দলটি।
ওপেনিং অবশ্য মনমতো হয়নি বেঙ্গালুরুর। অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছয় রান করে ফিরে যান। দলীয় ২৩ রানে তাকে আউট করেন মুকেশ কুমার। বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলি। ১৩ বলে ২৭ রানের ছোট্ট ঝড় থামে ইশান্ত শর্মার বলে বিদায় নিয়ে। আরসিবি এরপর এগিয়ে যায় উইল জ্যাকস ও রজত পাতিদারের ব্যাটে ভর দিয়ে।
জ্যাকসের ব্যাট থেকে আসে ২৯ বলে ৪১ রান। অর্ধশতক করেন পাতিদার। ৩২ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। জ্যাকসকে সাজঘরের পথ দেখান কুলদীপ যাদব। পাতিদার পরিণত হন রাসিখ সালামের শিকারে। এ দুজন ফিরে গেলে রানের চাকা অনেকটা মন্থর হয় আরসিবির। তবে, ক্যামেরন গ্রিনের ২৪ বলে অপরাজিত ৩২ রান আরসিবিকে স্বপ্ন দেখায় ২০০ রান পার করার। কিন্তু, অন্যপ্রান্তে ব্যাটারদের আসা যাওয়ায় সেটি আর হয়নি।
দিল্লির পক্ষে দুটি করে উইকেট পান খলিল আহমেদ ও রাসিখ।