নারী ক্রিকেটারদের সঙ্গে ডোনাল্ড লু’র অন্যরকম বিকেল
বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সঙ্গে অন্যরকম বিকেল কাটালেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ বুধবার (১৫ মে) নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত লু।
গতকাল ঢাকায় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। আজ বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বিকেলটা রাখেন ক্রিকেটারদের জন্য। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেলে দেখা করেন নারী ক্রিকেটারদের সঙ্গে। সে সময় লু’র সঙ্গে ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
বাংলাদেশ নারী দলের সঙ্গে ছিলেন বিসিবির নারী ক্রিকেট উইংয়ের প্রধান হাবিবুল বাশার সুমন। আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান।
নারী ক্রিকেটারদের আসন্ন বিশ্বকাপের জন্য শুভকামনা জানান লু। সবার হাতে তুলে দেন একটি ব্যাট। যাতে লেখা—‘বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে শুভকামনা।’ উল্লেখ্য, বাংলাদেশ পুরুষ ও নারী উভয় দল এ বছর খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পুরুষ দলের বিশ্বকাপ শুরু হবে আগামী ২ জুন। আর বাংলাদেশের মাটিতে মেয়েদের বিশ্বকাপ শুরু হবে আগামী ৩ অক্টোবর। যা শেষ হবে ২০ অক্টোবর।
এদিন বাংলাদেশের লাল-সবুজ জার্সি পরেন লু ও পিটার হাস। দুজনেই জার্সি পরে ফটোসেশনে অংশ নেন। ফ্রেমেবন্দি হন নাহিদাদের সঙ্গে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেন লু। এ ছাড়া, দুপুরে সচিবালয়ে গিয়ে বৈঠক করেছেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে।