জাকের চান এমন কিছু করতে, বিশ্বকাপে যা আগে হয়নি
ধীরে ধীরে তারুণ্য নির্ভর হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়া ১৫ ক্রিকেটারের মধ্যে ছয়জনই নতুন। তাদের মধ্যে আছেন জাকের আলী অনিক। এই উইকেটরক্ষক ব্যাটার যে কদিন সুযোগ পেয়েছেন, নিজেকে মেলে ধরার চেষ্টা করেছেন। বিশ্বকাপেও বজায় রাখতে চান ধারাবাহিকতা।
বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন যুক্তরাষ্ট্রে। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিয়মিত আয়োজন—দ্য গ্রিন রেড স্টোরি। তাতে কথা বলেন দলের ক্রিকেটাররা। এই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২৮ মে) প্রকাশিত হয় জাকেরের ভিডিও। বিশ্বকাপে নিজের ও দলের প্রত্যাশা নিয়ে কথা বলেন ভিডিওতে।
জাকের বলেন, ‘দেশের হয়ে খেলাটা সবচেয়ে বড় ব্যাপার। সেটি যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, এটি বিশাল ব্যাপার। দল হিসেবে আমরা চাইব, ধাপে ধাপে যেন এগোতে পারি। অবশ্যই ইচ্ছা আছে, আগে যা অর্জন করতে পারিনি এবার যেন সেসব করতে পারি। আগের বছরগুলোকে ছাপিয়ে যেতে চাই এ বছর।’
চলতি বছর মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষিক্তি হন জাকের। নিজ বিভাগ সিলেটের চেনা মাঠে ২৫ বলে অর্ধশতক তুলে আলোচনায় আসেন। তার ব্যাটিং প্রশংসায় ভাসায় সবাইকে। সেই ম্যাচে আলোচনায় এসেছিলেন জাকেরের বোন।
জাকেরের বোন দেশের একটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। ভাইয়ের প্রথম ম্যাচের সংবাদ সম্মেলনে বোনের প্রশ্ন ও আবেগ অন্যরকম আবহ তৈরি করে। পরবর্তীতে তাদের সম্মানার্থে আলাদা একটি ভিডিও তৈরি করে বিসিবি, তুলে ধরে সবার সামনে।