চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল দেখা যাবে যেসব চ্যানেল ও অ্যাপে
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের ফয়সালার অপেক্ষা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) আজ শনিবার (১ জুন) দিনগত রাত ১টায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। রিয়াল মাদ্রিদের সামনে সুযোগ ১৫তম শিরোপা জয়ের। ডর্টমুন্ডের মিশন দ্বিতীয় ট্রফি।
ম্যাচটি নিয়ে ফুটবল ভক্তদের আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে। অনেকেই অবশ্য জানেন না কোন চ্যানেল বা অ্যাপে দেখা যাবে খেলা। তবে সেই কৌতূহল মিটিয়েছে উয়েফা। যেসব চ্যানেল ও অ্যাপে মেগা ফাইনালটি দেখা যাবে, সেগুলোর নাম প্রকাশ করেছে তারা।
বাংলাদেশের দর্শকরা ম্যাচটি দেখতে পারবেন সনি স্পোর্টস টেন টু’তে। এ ছাড়া, টিভির দর্শকরা সনি নেটওয়ার্কের আরেকটি চ্যানেল সনি স্পোর্টস টেন টু এইচডিতে ম্যাচটি দেখতে পারবেন। অনলাইনে বিইন স্পোর্টসে খেলা দেখতে পারবেন দর্শকরা। সম্প্রচার স্বত্ব কেনায় সনির অনলাইন অ্যাপ সনি লিভেও ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবল অনুরাগীরা। নিজেদের ওয়েবসাইটে ম্যাচ শুরুর আগে লিংক শেয়ার করবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কর্তৃপক্ষ। সেখান থেকেও দেখা যাবে ফাইনাল ম্যাচটি।
ইউসিএল আর রিয়াল মাদ্রিদ একে অপরের সমার্থকই বলা চলে। রেকর্ড ১৪বার শিরোপা জিতেছে দলটি। সেরাদের সেরা মাদ্রিদের লড়াইটা নিজেদের ছাড়িয়ে যাওয়ার। প্রতিপক্ষ ডর্টমুন্ডের লক্ষ্য অবশ্য মাদ্রিদকে হারানো। ২০১৩ সালের পর আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে দলটি। এই সময়ের মধ্যে মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পাঁচবার। তাই, এই মঞ্চে অপ্রতিরোধ্য মাদ্রিদকে আটকানো সহজ কথা নয়।