স্বজনপ্রীতির অভিযোগ পাকিস্তান দলে, বাদ পড়ছেন পাঁচ ক্রিকেটার
সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের। কানাডার বিপক্ষে জিতলেও প্রথম দুই ম্যাচ হেরে বাদ পড়ার শঙ্কায় বাবররা। এমন অস্বস্তির মধ্যেই জানা গেল নতুন খবর। বিশ্বকাপের পরই দল থেকে বাদ পড়বেন অন্তত পাঁচ ক্রিকেটার। এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, বোর্ড সংশ্লিষ্ট কর্তাব্যক্তি এবং সাবেক ক্রিকেটারদের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। মূলত, বিশ্বকাপ ব্যর্থতার পাশাপাশি স্বজনপ্রীতির কারণে এসব খেলোয়াড়কে বাদ দেওয়া হবে বলে জানা গেছে। এর আগেও ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর পুরো কোচিং প্যানেলে পরিবর্তন এনেছিল পিসিবি।
জানা গেছে, দলের সিনিয়র ম্যানেজার এবং নির্বাচক প্যানেলের সদস্য ওয়াহাব রিয়াজসহ বেশ কয়েকজন খেলোয়াড়ের ওপর অসন্তুষ্ট পিসিবি। সম্ভাব্য বাদ পড়াদের তালিকায় রয়েছেন অবসর ভেঙে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম এবং ইফতেখার আহমেদ, আজম খান ও উসমান খানের মতো ক্রিকেটাররা। শুধু পাঁচ খেলোয়াড়ই নয়, ছাঁটাই হতে পারেন নির্বাচক কমিটির সদস্য ওয়াহাব রিয়াজও।
জিও নিউজের খবরে একটি গুরুতর বিষয়ও উঠে এসেছে। বলা হচ্ছে ম্যানেজার ওয়াহাব রিয়াজের প্রশ্রয়ে দলের তিনজন খেলোয়াড়ের একটি গ্রুপ পিসিবি কর্মকর্তাদের ব্ল্যাকমেইল করছে। মূলত, খেলোয়াড়দের সম্মানি বাড়ানোর দাবিতে ওয়াহাবের ইন্ধন রয়েছে বলে জানায় তারা। এছাড়া সাবেক পরিচালক মোহাম্মদ হাফিজের অভিযোগের বিষয়েও পর্যালোচনা করা হবে। কিছু দিন আগে খেলোয়াড়দের গ্রুপিং এবং পারফরম্যান্সের চেয়ে অর্থকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ করেছিলেন এই সাবেক ক্রিকেটার।
জানা গেছে, চলতি বিশ্বকাপ শেষে অধিনায়ক বাবর আজম, প্রধান কোচ গ্যারি কারস্টেন, সহকারী কোচ আজহার মেহমুদের প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তান দলে পরিবর্তন আনবে বোর্ড। সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদিও সম্প্রতি এমনই আভাস দিয়েছেন। শেষমেশ সেই রিপোর্টের পর কাদের কপাল পুড়ে, সেই প্রশ্নের উত্তরের জন্য আর কয়েক দিনের অপেক্ষা।