বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির সম্ভাবনা কতটা?
এবারের বিশ্বকাপে দলগুলোকে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছে বৃষ্টি। অনেক ম্যাচেই বৃষ্টির জন্য ভুগতে হয়েছে দলগুলোকে। এমনকি গেল রাতে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালটিও পড়ে গেয়েছিল বৃষ্টির মুখে। ম্যাচ হবে কিনা এমন শঙ্কার পর শেষ পর্যন্ত মাঠে গড়ায় ইংল্যান্ড ও ভারতের লড়াই।
বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ইংলিশদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আরেক সেমিফাইনালে আফগানিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। এবার অপেক্ষা ফাইনালের। আগামীকাল শনিবার বার্বাডোজে শুরু এবারের আসরের মেগা ফাইনাল।
শিরোপা যুদ্ধ শুরুর আগেই সবার প্রশ্ন বৃষ্টি নিয়ে। কাল ভারত-দক্ষিণ আফ্রিকার ম্যাচেও কি হবে বৃষ্টি?
ভক্তদের জন্য খারাপ খবর হলো কালও বৃষ্টির সম্ভাবনা আছে। অ্যাকুওয়েদার অনুযায়ী, শনিবার খেলার সময় আকাশ মেঘলা থাকবে। ম্যাচের দিন বজ্রবিদ্যুত-সহ ৪৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বার্বাডোজ়ে খেলা শুরু সকাল সাড়ে ১০টা থেকে। সেই সময় পূর্ব দিক থেকে ৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বইবে। তিন মিলিমিটার বৃষ্টি হতে পারে। আর্দ্রতা থাকেব ৭৮ শতাংশ। তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস।
দুপুরের দিকে তাপমাত্রা এক ডিগ্রি কমবে। বৃষ্টির সম্ভাবনাও কিছুটা কমবে। ৪১ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। আর্দ্রতাও বাড়বে। যদিও ম্যাচ খুব বেশি হলে দুপুর পর্যন্ত চলবে। তাই সন্ধ্যায় বৃষ্টি হলে তার প্রভাব ম্যাচে পড়বে না।