ফাইনালে জ্বলবেন কোহলি, বিশ্বাস রোহিতের
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একেবারেই চেনা ছন্দে নেই বিরাট কোহলি। বিশ্বকাপে একটিও ফিফটির দেখা পাননি তিনি। দুটি ম্যাচে ডাক। সর্বোচ্চ রানটা এসেছে বাংলাদেশের বিপক্ষে ৩৭। গায়ানায় গেল রাতে সেমিফাইনালেও ব্যর্থ হয়েছেন এই ভারতীয় ব্যাটিং গ্রেট।
ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৯ রানের বেশি করতে পারেননি এই ভারতীয় তারকা। ভারতের ইনিংসের তৃতীয় ওভারেই রিচ টপলির বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
কোহলি ভালো না করলেও বাকিদের দাপটে বিশ্বকাপের ফানাইলে উঠেছে ভারত। তবে, শিরোপা লড়াইয়ে নামার আগে সমালোচনা হচ্ছে কোহলির ফর্ম নিয়ে। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপের ৭ ম্যাচে ১০.৭১ গড় ও ১০০ স্ট্রাইক রেটে কোহলির সংগ্রহ মাত্র ৭৫ রান। এমন পারফর্মের পরও তাকে নিয়ে আশাবাদী ভারতীয় অধিনায়ক। তার বিশ্বাস, ফাইনালের জন্যই নিজেকে জমিয়ে রেখেছেন কোহলি।
সতীর্থকে নিয়ে আশার কথা শুনিয়ে রোহিত বলেছেন, 'দেখুন, সে একজন উঁচু মানের ক্রিকেটার। যেকোনো সময় এই অবস্থার (ছন্দহীনতা) মধ্যে যেতে পারে যে কেউ। আমরা তার জাতটা জানি এবং বড় ম্যাচে তার গুরুত্বটাও বুঝি। ১৫ বছর ক্রিকেট খেলার পর ফর্ম কখনও ক্রিকেটারের পরিচায়ক নয়। তাকে দেখে ভালো মনে হচ্ছে। (তার ব্যাটিংয়ে) তাড়নাটা আছে। সম্ভবত ফাইনালের জন্য নিজেকে জমিয়ে রেখেছে।'
অধিনায়কের মতো ক্রিকেট ভক্তরাও আশা রাখছেন কোহলির ওপর। আর রাখবেনই বা না কেন? এই কোহলির ব্যাটেই তো শত রূপকথা আগেও লিখেছিল ভারত। আগামীকাল ফাইনালেও তার ব্যাটে তাকিয়ে ভারতবাসীরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালটি হবে আগামীকাল শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।