‘টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ’ ট্রল নিয়ে মুখ খুললেন পাপন
অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হুট করেই ভাইরাল হয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ। যেখানে তাকে বলতে শোনা যায়, ‘সবসময় আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, এই বিশ্বকাপ নয়’। এরপর থেকে প্রতিটি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পরই এই কথাটি নিয়ে বেশ ট্রল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
শেষমেশ সেই ট্রলের বিষয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল মঙ্গলবার (২ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবিপ্রধান পাপন বলেন, ‘নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলেন আপনারা। আমি দেখলাম এক জায়গায়, কিন্তু আমি তো এ কথা জীবনে বলিই নাই। এগুলো কে বানায়। কিভাবে বানায়। আশ্চর্য কাহিনী। এমন অবস্থা হয়ে গেছে। কোনটা সত্যি, কোনটা মিথ্যা বোঝার কোনো পথ নেই।’
পাপন আরও যোগ করেন, ‘এত বেশি এমন ভিডিও বের হচ্ছে যে, আমার পরিচিতরা আমার কাছে পাঠায় এখন। বলে, এটা কি সত্যি? আমি কিভাবে বলব এটা সত্যি কিনা? দেখে তো মনে হয় একেবারে সত্যি। এমনভাবে বানায় বোঝারও কোনো পথ নেই।’
এছাড়াও ক্রিকেটাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে ট্রল হয়, তা বন্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বোর্ড সভাপতি। এই বিষয়ে পাপন বলেন, ‘এখন যে সব জিনিস সোশ্যাল মিডিয়াতে চলছে, বিশেষ করে খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যক্তিগত যে আক্রমণ; সেই আক্রমণের একটা নমুনা আছে। দল হেরে গেলে, দল খারাপ করলে মানুষজন রাগ করবে, খারাপ কথা বলবে, তারও একটা সীমা আছে। কিন্তু, কিছু কিছু ক্ষেত্রে এটি সব সীমা ছাড়িয়ে গেছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনোভাবেই এসবে আর ছাড় দেওয়া হবে না, এই সিদ্ধান্ত আজকে হয়ে গেছে।’