যে কারণে ভুটান যাওয়া হচ্ছে না বাংলাদেশ নারী দলের
ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। ফিফার সূচিতে থাকা ম্যাচ দুটি আগামী ১১ ও ১৪ জুলাই ভুটানে অনুষ্ঠিত হতো। বাংলাদেশ দলের দেশ ছেড়ে যাওয়ার কথা ছিল আগামী ৮ জুলাই। তবে, আপাতত ভুটান যাওয়া হচ্ছে না বাংলার নারীদের। কিন্তু কেন?
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, আপাতত ভুটান যাচ্ছে না নারী দল। যে ফ্লাইটে যাওয়ার কথা, ৮ তারিখে পর্যাপ্ত টিকিট পায়নি বাফুফে।
বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওবার্তায় কিরণ বলেন, ‘আমরা যে ফ্লাইটে করে সরাসরি ভুটান যেতাম, তাতে পর্যাপ্ত টিকিট নেই। আমাদের ৩১টি টিকিট প্রয়োজন। সফর শেষে সময়মতো ফেরার টিকিটও পাইনি। ভুটান ফুটবল ফেডারেশনের সঙ্গে আমাদের কথা হয়েছে। হয়তো ২২ তারিখে আমরা রওনা দেব।’
কিরণ আরও যোগ করে বলেন, ‘এই সূচিতে তো খেলা আর হচ্ছে না। এখন ভুটান চেষ্টা করছে আরও একটি দল যোগ করতে। তারা যোগাযোগ চালাচ্ছে। যদি আরেকটি দল পাওয়া যায়, তাহলে একটি তিন দলের সিরিজ হয়তো আয়োজন করা যাবে।’