পানির বোতল কাজে লাগিয়ে ব্রাজিলকে বিদায় করল উরুগুয়ে
২০১১ সালে সবশেষ শিরোপা জেতার চার আসর পর আবার কোপা আমেরিকার শেষ চারের টিকেট পেল উরুগুয়ে। আর কোয়ার্টার ফাইনালেই থেমে গেল গত দুই আসরের ফাইনালিস্ট ব্রাজিলের যাত্রা। অবশ্য ব্রাজিলের এমন বিদায় ছাপিয়ে আলোচনায় টাইব্রেকারের সময় উরুগুয়ের গোলরক্ষকের পানির বোতল ব্যবহার করে পেনাল্টি ঠেকানোর কৌশল।
পেনাল্টি ঠেকাতে বর্তমানে অনুশীলনের পাশাপাশি নানা ধরনের কৌশল অবলম্বন করে থাকেন গোলরক্ষকরা। ব্রাজিল ম্যাচেও দেখা গেল ঠিক তেমনটাই। উরুগুয়ের জয়ের নায়ক গোলরক্ষক সার্জিও রোশেটের পানির বোতলে লেখা ছিল পেনাল্টি ঠেকানোর কৌশল। এমন একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
উরুগুয়ে ফুটবলের এক্স হ্যান্ডেলে প্রকাশ পেল উরুগুয়ে গোলরক্ষক সার্জিও রোশেটের পানির বোতলের একটা ছবি। যা দেখে বোঝা যায় উরুগুয়ে পেনাল্টির জন্য যথাযথ প্রস্তুতিই নিয়েই মাঠে নেমেছিল। ব্রাজিলের কোন খেলোয়াড় টাইব্রেকারে কোনদিকে শট নেবেন, তা আগেই পড়ে রেখেছিলেন রোশেট।
টাইব্রেকারে ব্রাজিলের হয়ে এডার মিলিতাও নেন প্রথম শট। বাঁদিকে ঝাপিয়ে পড়ে সেটা ফেরালেন গোলরক্ষক সার্জিও রোশেট। এরপর তৃতীয় শটে এসেছিলেন ডগলাস লুইজ। তারও শট ফিরে আসে গোলবার থেকে। তবে পোস্টে লাগলেও রোশেট এবারও ছিলেন ঠিক দিতে। পেনাল্টি নিয়ে তার এমন পরিকল্পনা দেখে নেটিজেনদের অনেকেই বাহবা দিচ্ছেন।
অবশ্য একই ঘটনা ঘটেছে ইউরোতে ইংল্যান্ড-সুইজারল্যান্ড ম্যাচে। সেই ম্যাচে ইংলিশ গোলরক্ষক পিকফোর্ডের পানির বোতলে ছিল পেনাল্টি ঠেকানোর কৌশল লেখা। সেখানে আকাঞ্জির নামের পাশে ‘বাম দিকে’ ঝাপ দেওয়ার কথাই লেখা ছিল। এবং হয়েছেও তাই, বাঁ দিকে ঝাপ দিয়েই তাকে রুখে দেন পিকফোর্ড। ম্যাচ শেষে তিনি তা স্বীকারও করেছেন।
গোলরক্ষকরা টাইব্রেকারের সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড় শট নেওয়ার আগে অনেক সময় পানি পান করেন। বোতলে লেখা থাকলে পানির বোতল হাতে নিয়ে পানি খাওয়ার ছলে অনায়াসেই দেখে নেওয়া যায় কৌশল। তবে এই কৌশলে সব সময়ই যে সফল হন তারা, বিষয়টি কিন্তু তেমনও নয়।