ক্ষমা চাইলেন আর্জেন্টিনার তারকা ফুটবলার
টানা দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে, এই সাফল্য ছাপিয়ে আলোচনায় মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। কোপার শিরোপা জেতার পর তার কর্মকাণ্ড নিয়ে উঠেছে সমালেচনার ঝড়। যার ফলশ্রুতিতে ক্ষমা চাইলেন এই তরুণ ফুটবলার।
জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, কোপা জয়ের পর টিম বাসে বসে ইনস্টাগ্রামে লাইভ করছিলেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফার্নান্দেজ। আর ওই লাইভে ফ্রান্সকে ঘিরে করা বর্ণবাদী মন্তব্য শোনা যায়। আর এতে অসন্তুষ্ট হয়েছে ফ্রান্সের ফুটবল ফেডারেশন।
২০২২ কাতার বিশ্বকাপের পরই ফ্রান্স ও আর্জেন্টিনা ফুটবল দলের মধ্যে তিক্ততা বাড়তে থাকে। তখন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী গান বানিয়েছিলেন আর্জেন্টাইন সমর্থকেরা। আর এবার ফার্নান্দেজের ভিডিওতে সেটিই গাইতে শোনা গেছে ফুটবলারদের। অবশ্য ওই বর্ণবাদী গানটি শুরু করার পরপরই লাইভ বন্ধ করে দেন ফার্নান্দেজ।
এই ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনা পর ক্ষমা চেয়ে ফার্নান্দেজ বলেন, ‘প্রচণ্ড অপমানজনক ভাষায় ছিল ওই গানে এবং ওসব কথার জন্য কোনা অজুহাত চলে না। আমি সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং আমাদের উদযাপনের উন্মাদনায় পড়ে ওরকম করে ফেলার জন্য ক্ষমা প্রার্থনা করছি। ওই ভিডিও, ওই মুহূর্তটি, ওই কথাগুলো, সেসব আমার বিশ্বাস কিংবা আমার মানসিকতাকে ফুটিয়ে তুলছে না।’
যদিও এই বিষয়ে এখনও ফিফা ও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কোনো মন্তব্য মেলেনি। ইংলিশ সংবাদমাধ্যমের খবর, ফার্নান্দেজের ক্লাব চেলসি ওই ভিডিও খতিয়ে দেখছে। যদি বর্ণবাদীমূলক কিছুর প্রমাণ মেলে, তাহলে নেওয়া হতে পারে কঠিন সিদ্ধান্ত।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে এ ব্যাপারে ফরাসি ফুটবল ফেডারেশন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে চিঠি দেবে। পাশাপাশি ফিফাকেও ব্যাপারটি জানানো হবে। ফিফা এই বিষয়ে কী ব্যবস্থা নেয়, সেটিই এখন দেখার পালা।